আর্কাইভ থেকে জাতীয়

দেশে প্রথমবারের মত মৃত মানুষের শরীর থেকে অঙ্গ প্রতিস্থাপন

দেশে প্রথমবারের মত মৃত মানুষের শরীর থেকে অঙ্গ প্রতিস্থাপন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দেশে প্রথমবারের মত ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ  জানিয়েছে আজ বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত সব জানানো হবে। ক্যাডাভেরিক অরগান দান (কিডনি) করেছেন সারাহ ইসলাম নামে ২০ বছর বয়সী তরুণী, যিনি একজন ব্রেন ডেথ রোগী ছিলেন। আর এই কাজে সহায়তা করেছেন সারাহ ইসলামের মা। এর ফলে বাঁচলো ৪ জন রোগীর প্রাণ। উল্লেখ্য, ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্ট হলো সদ্যমৃত কোনো মানুষের দেহ থেকে কিডনি, হৃৎপিণ্ড, অন্ত্র, অগ্ন্যাশয় প্রতিস্থাপন।

এ সম্পর্কিত আরও পড়ুন দেশে | প্রথমবারের | মত | মৃত | মানুষের | শরীর | অঙ্গ | প্রতিস্থাপন