আর্কাইভ থেকে দেশজুড়ে

ঢাবির ছাত্রলীগ নেতা কারাগারে

ঢাবির ছাত্রলীগ নেতা কারাগারে
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছিনতাই মামলায় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও কবি জসীম উদ্দিন হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানজীর আরাফাত তুষারকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) রাতে নিজ ক্যাম্পাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গেলো বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে রাজধানীর শাহবাগ থানা পুলিশ। গেলো ১৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে ঢাবির সাবেক এক নারী শিক্ষার্থী ও তার স্বামীকে মারধর এবং স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার অভিযোগে দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচ থেকে ছয়জনের বিরুদ্ধে ১৭ জানুয়ারি মামলা করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রাহুল রায়কে প্রধান আসামি করা হয়। মামলার বাদী গণমাধ্যমকে বলেন, পুলিশকে ধন্যবাদ জানাই তাকে গ্রেপ্তার করার জন্য। কিন্তু অন্যদিকে এই মামলার প্রধান আসামি জগন্নাথ হলের আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রাহুল রায় ক্যাম্পাসে ঘুরে বেড়ালেও তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। কী কারণে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না, সেটি এখন পর্যন্ত আমি বুঝতে পারছি না। তবে রাহুলকে না ধরার অভিযোগ অস্বীকার করে শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ বলেন, এ অভিযোগ মিথ্যা। ঘটনার পর থেকেই মামলা উল্লেখ্য করা প্রধান আসামি রাহুল পলাতক আছে। তাকে ধরার জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাবির | ছাত্রলীগ | নেতা | কারাগারে