আর্কাইভ থেকে দেশজুড়ে

গণপরিবহন বন্ধের প্রতিবাদে চট্টগ্রামে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ

গণপরিবহন বন্ধের প্রতিবাদে চট্টগ্রামে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ

লকডাউনে গণপরিবহন বন্ধের প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ করে পোশাক কারখানার শ্রমিকরা। 

সকালে, চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় শ্রমিকরা ক্ষুদ্ধ হয়ে সড়ক অবরোধ করে রাখে। 

এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, করোনার সংক্রমণ রোধে দেশব্যাপী চলমান লকডাউনে পোশাক কারখানা খোলা রেখে গণপরিবহন বন্ধ করে দেয়ায় কাজে যেতে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। গণপরিবহন না থাকায় নানা ভোগান্তির পাশাপাশি গন্তব্যে পৌছতে রিকশায় দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে তাদের। 

নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, যানবাহন না পেয়ে শতাধিক গার্মেন্টস শ্রমিক সড়ক অবরোধ করেছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত তাদের সমস্যার সমাধান করে এবং তাদের জন্য গাড়ির ব্যবস্থা করে দেয়। পরে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। বর্তমানে ওই এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন গণপরিবহন | বন্ধের | প্রতিবাদে | চট্টগ্রামে | গার্মেন্টস | শ্রমিকদের | অবরোধ