আর্কাইভ থেকে ফুটবল

ইউরো ব্যর্থতায় ডাচ কোচের পদত্যাগ

ইউরো ব্যর্থতায় ডাচ কোচের পদত্যাগ

ইউরো ব্যর্থতায় নেদারল্যান্ডসের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ফ্র্যাংক ডি বোর।
 
তার এ সিদ্ধান্ত মেনে নিয়েছে দেশটির ফুটবল অভিভাবক সংস্থা। মূলত দুই পক্ষের সমঝোতায় আর চুক্তি বাড়েনি। কে হচ্ছেন নেদারল্যান্ডসের নতুন কোচ সে ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। 

গ্রুপ পর্বে শতভাগ জয়ের পর শেষ ষোলোয় চেক প্রজাতন্ত্রের কাছে ২-০ গোলে হেরে ইউরো থেকে বিদায় নেয় ডাচরা। রোনাল্ড কোম্যানের প্রস্থানে গেল বছর নেদারল্যান্ডসের দায়িত্ব নেন আয়াক্স, ইন্টার মিলান ও ক্রিস্টাল প্যালেসের সাবেক এ কোচ। 

বিদায়বেলায় ফ্রাঙ্ক ডি বোর জানিয়েছেন, '২০২০ সালে যখন আমার কাছে কোচিংয়ের অফার এল, তখন সেটা আমার কাছে ছিল সম্মানের। পাশাপাশি চ্যালেঞ্জও ছিল। তখন থেকেই জানতাম, জাতীয় দলকে কোচিং করানো সবসময়ই একটা চাপ। আমি আর নেদারল্যান্ডসের কোচের পদে কাজ করব না। কারণ আমাদের যা লক্ষ্য ছিল তা পূরণ করতে পারিনি।'

ডি বোরের মন্তব্যেই স্পষ্ট, ব্যর্থতার দায় নিয়েই সরে দাঁড়ালেন তিনি। প্রসঙ্গত, ২০২২ সাল পর্যন্ত জাতীয় দলের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন বোর।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন ইউরো | ব্যর্থতায় | ডাচ | কোচের | পদত্যাগ