ঠিক যেমটা চেয়েছিলেন কোচ পেপ গার্দিওলার। ইংলিশ প্রিমিয়ার লিগে আরও একটি হ্যাটট্রিকের দেখা পেলেন এর্লিং হলান্ড। এ নিয়ে চলতি মৌসুমেই মোট চারটি হ্যাট্রিক করলেন হলান্ড। প্রিমিয়ার লিগ ইতিহাসে সবচেয়ে কম ১৯ ম্যাচ খেলে ৪টি হ্যাটট্রিকের রেকর্ডর মালিক এখন তিনি। এর সুবাধেই উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে উড়িয়ে দিল ম্যানেচস্টার সিটি।
রোববার ( ২২ জানুয়ারি) নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি ৩-০ গোলে জিতেছে সিটি।
উলভসের বিপক্ষে ২০১৯-২০ মৌসুমে শেষবার হেরেছিল সিটি। সেই মৌসুমে লিগের দুই ম্যাচেই তাদের বিপক্ষে হারে সিটি। তবে লিগে এরপর আর সিটিকে হারাতে সক্ষম হয়নি উলভস। তাদের বিপক্ষে সিটি জিতেছে টানা পাঁচ ম্যাচে।
শুরু থেকে বল দখলে একচেটিয়া আধিপত্য করে ম্যাচ খেলেছে সিটি। তাদের খেলা দেখে মনে হচ্ছিল গোল পাওয়া শুধু সময়ের ব্যাপার। যদিও গোল পেতে বেশ টাইম লেগে যায়। প্রথমার্ধের নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে উলভসের জালে বল পাঠান হলান্ড। ডি ব্রুইনের ক্রসে ছয় গজ বক্সের মুখে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের ওপর লাফিয়ে হেডে আদায় করেন গোল।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ হতে পারত। কিন্তু জ্যাক গ্রিলিশের জোরাল শট গোলরক্ষককে পরাস্ত করলেও গোললাইন থেকে ফেরান ডিফেন্ডার নাথান কলিন্স।
দ্বিতীয়ার্ধের শুরুতে সিটি পেয়ে যায় পেনাল্টি। গুনদোয়ানকে ডি-বক্সে রুবেন নেভেস ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। ৫০তম মিনিটে সফল স্পট কিকে দ্বিতীয় গোলটি করেন হলান্ড।
পরের গোলটি বলা যায় সিটিকে একরকম উপহার দেন উলভারহ্যাম্পটনের গোলরক্ষক। সতীর্থের ব্যাকপাস পেয়ে তিনি দুর্বল পাসে বল তুলে দেন রিয়াদ মাহরেজের পায়ে। মহারেজের পাস পেয়ে ফাঁকা জালে বল ঢুকিয়ে দেন হলান্ড।
সিটির জার্সিতে প্রথম মৌসুমে প্রিমিয়ার লিগে ৪ টি হ্যাট্রিকের মধ্য দিয়ে ১৯ ম্যাচে হলান্ডের গোল সংখ্য মোট ২৫টি। এর মধ্যে ইতিহাদে ১১ ম্যাচ খেলে করেছেন গোল ১৮টি।