আর্কাইভ থেকে ফুটবল

গোল করা যেন অনেক সহজ!

গোল করা যেন অনেক সহজ!
গোল করা যেন অনেক সহজ। এক ম্যাচেই একটি দুইটি নয় মোট ৫ টি গোল দিলেন ২৪ বছর বয়সী পিএসজি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। এ নিয়ে দুই মাসে দুটি হ্যাটট্রিক করলেন এই ফরাসি স্ট্রাইকার। আগের হ্যাটট্রিকটি করেছেন বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে।   গতোকাল মঙ্গলবার রাতে পিএসজি মুখোমুখি হয়েছিল ফরাসি লিগের ষষ্ঠ স্তরের দল পেইস দি কাসেলর সঙ্গে। এমন দলের বিপক্ষে মেসি বিহীন প্রায় পুরো শক্তির দল নিয়েই নেমেছিল ক্রিস্তফ গালতিয়ের শিষ্যরা। ফ্রেঞ্চ কাপের রাউন্ড অব ৩২–এর ম্যাচটি পিএসজি জিতেছে ৭-০ ব্যবধানে। পিএসজির হয়ে বাকি গোল দুইটি করেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র এবং স্প্যানিশ মিডফিল্ডার কার্লোস সোলের। তবে ছোট দল কাসেলের বিপক্ষে প্রথম গোল পেতে প্রায় আধা ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে নেইমার-এম্বাপ্পেদের। এর আগে ট্যাকল করে হলুদ কার্ডও দেখেন নেইমার।   ২৯তম মিনিটে নুনো মেন্ডিসের ক্রসে প্রথম গোল করেন এববাপ্পে। চার মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। ৩৪ ও ৪০তম মিনিটে আরও ২ গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে। প্রথমার্ধে পর দ্বিতীয়ার্ধেও খেলতে নেমে ৫৬ ও ৭৯তম মিনিটে আরও ২ গোল করে রেকর্ড বইয়ে নাম লেখান এমবাপ্পে। পিএসজির ইতিহাসে এই প্রথম কেউ ৫ গোল করলেন। দ্বিতীয়ার্ধে এমবাপ্পের ২ গোলের মাঝে ৬০তম মিনিটে আরেকটি গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার কার্লোস সোলের।   আরও পড়ুনঃ ব্রাজিলের কাছে পাত্তা পেল না মেসির উত্তরসূরিরা  

এ সম্পর্কিত আরও পড়ুন গোল | করা | যেন | অনেক | সহজ