আর্কাইভ থেকে ফুটবল

মেসির আইনজীবীকে নিয়োগ দিলেন দানি আলভেজ

মেসির আইনজীবীকে নিয়োগ দিলেন দানি আলভেজ
দীর্ঘ সময় লিওনেল মেসি এবং দানি আলভেজ ছিলে বার্সেলোনার সতীর্থ। বার্সেলোনায় থাকাকালীন লিওনেল মেসির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ উঠেছিল। তখন আর্জেন্টাইন স্টারের  হয়ে আদালতে মামলা লড়েছিলেন স্পেনের খ্যাতিমান আইনজীবী ক্রিস্তোবাল মার্টেল।   সম্প্রতি যৌন হয়রানির মামলায় গ্রেপ্তার হওয়া ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজ নিয়োগ দিয়েছেন সেই আইনজীবীকেই। আইনজীবী হিসেবে মার্টেল একাধিক জনপ্রিয় তারকার মামলা নিষ্পত্তিতে বেশ খ্যাতি রয়েছে। বার্সার সঙ্গে নেইমারের আইনি জটিলতার অবসানেও ভূমিকা ছিল তার। বার্সেলোনা ক্লাবের সাবেক সভাপতি জোসেপ লুইস নুনেজের একসময় আইনজীবী ছিলেন তিনি। আরও পড়ুনঃ পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএল ছাড়ার নির্দেশ পিসিবির এর আগে, শুক্রবার (২০ জানুয়ারি) যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার করা হয় ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেসকে। স্পেনের কাতালুনিয়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গেল বছরের ৩০ ডিসেম্বর আলভেসের বিরুদ্ধে এক নারী যৌন হয়রানির অভিযোগ করেন। সেই নারীর অভিযোগ আলভেজ তার অনুমতি ছাড়াই তার শরীর স্পর্শ করেছিলে। তার ভিত্তিতেই ব্রাজিলের এই তারকা ফুটবলারকে গ্রেপ্তার করা হয়। আরও পড়ুনঃ হ্যাট্রিক জয়ের লক্ষ্যে আগামীকাল মাঠে নামছে ব্রাজিল

এ সম্পর্কিত আরও পড়ুন মেসির | আইনজীবীকে | নিয়োগ | দিলেন | দানি | আলভেজ