আর্কাইভ থেকে এশিয়া

ইসরায়েলি অভিযানে ৯ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি অভিযানে ৯ ফিলিস্তিনি নিহত
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযানে নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছে, ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন- বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক। জেনিনের ফ্ল্যাশপয়েন্ট শহরে মৃতদের মধ্যে একজন বয়স্ক মহিলাও রয়েছেন। পশ্চিম তীরের জেনিনের একটি শরণার্থী শিবিরে বৃহস্পতিবার ইসরায়েলি অভিযানে এক বৃদ্ধাসহ চার ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তারা একথা জানান। ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে একটি হাসপাতালের ভেতরে কাঁদানে গ্যাস নিক্ষেপের অভিযোগও আনা হয়েছে। আলাদা এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায়, ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইলা বলেছেন, ‘দখলদার বাহিনী জেনিনে একটি সরকারি হাসপাতালে হামলা চালায় এবং ইচ্ছাকৃতভাবে হাসপাতালের শিশু বিভাগে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে- তারা ফিলিস্তিনি ইসলামিক জিহাদ এর (পিআইজে) বড় হামলা ব্যর্থ করতে কাজ করেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টার সময়, সেনাদের দিকে গুলি চালায় তারা এসময় পাল্টা গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হন। ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) এক বিবৃতিতে বলা হয়েছে, "নিরাপত্তা বাহিনী সন্দেহভাজনরা যে ভবনে অবস্থান করছিল সেটিকে ঘিরে রাখতে অভিযান চালায়। এ বছর পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনীর হাতে গেলো বছর পশ্চিম তীরে ১৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন ইসরায়েলি | অভিযানে | ৯ | ফিলিস্তিনি | নিহত