আর্কাইভ থেকে ফুটবল

মার্টিনেজের আচরণের পর আইন পরিবর্তন যাচ্ছে ফিফা

মার্টিনেজের আচরণের পর আইন পরিবর্তন যাচ্ছে ফিফা
গেল ফিফা কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হবার নায়ক যে এমিলিয়ানো মার্টিনেজ তা নিয়ে কোন বিতর্ক থাকার কথা নয়। কিন্তু এই জয়ের নায়ক মার্টিনেজ নিজেই বিতর্কের জন্ম দিয়েছিলেন তার নানা আচরণের কারণে। বিশ্বকাপ জয়ের পর গোল্ডেন গ্লাভস হাতে নিয়ে অশালীন ভঙ্গি, এমবাপ্পের পুতুল নিয়ে জয় উদযাপন সহ নানা আচরণের কারণে সমালোচনায় ভেসে গিয়েছিলেন বিশ্বজয়ী এই তারকা। শুধু মাঠের বাইরেই নয় বিশ্বকাপে মাঠের ভিতরেও পেনাল্টি শুটআউটের সময় তার করা বিভিন্ন কৌশল বিতর্কের জন্ম দেয়। ফাইনাল ম্যাচে ফ্রান্সের বিপক্ষে শ্যুট আউটের শুরু থেকেই আগ্রাসী মনোভাব দেখান তিনি। শ্যুটআউটের সময় মার্টিনেজকে তার লাইনে নাচতে এবং চিৎকার করতে দেখা যায়। যার কারণে কিংসলে কোম্যান ও অরেলিয়েন শুয়ামেনি পেনাল্টি মিস করে বসেন। আর তাই তো এবার নড়েচড়ে বসেছে ইন্টারন্যাশনাল ফুটবল আসোসিয়েসন বোর্ড (IFBA)। ব্রিটিশ গণমাধ্যম দা সানের মতে আগামী মার্চ মাসে লন্ডনে বসবে বার্ষিক সভা। সেখানেই লিখিতভাবে আসতে পারে নিয়মের পরিবর্তন। কোনোভাবেই খলোয়াড় সুলভ আচরণের বাইরে গিয়ে গোলকিপার পেনাল্টি-টেকারকে বিভ্রান্ত না করতে পারেন, সেই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। নতুন নিয়ম অনুযায়ী গোল লাইনে দাঁড়িয়ে নাচ, অঙ্গভঙ্গি এবং চিৎকারের মতো বিভ্রান্তিকর সব কিছু নিষিদ্ধ করা হতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এ সম্পর্কিত আরও পড়ুন মার্টিনেজের | আচরণের | আইন | পরিবর্তন | যাচ্ছে | ফিফা