আর্কাইভ থেকে বাংলাদেশ

লকডাউনের তৃতীয় দিনে রাস্তায় মানুষের চলাচল কিছুটা বেশি

লকডাউনের তৃতীয় দিনে রাস্তায় মানুষের চলাচল কিছুটা বেশি

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন আজ শনিবার (৩ জুলাই)।

সকালে ঢাকার মিরপুর শ্যামলী, কলাবাগান, ধানমন্ডি, বাংলামোটর, ফার্মগেট, খিলগাঁও, মগবাজার মতিঝিল এলাকায় রিকশা ও ব্যক্তিগত গাড়ি গতদু দিনের তুলনায় বেশি চলাচল করছে।

রাজধানীর বিজয় সড়নি, ফার্মগেট, খিলগাঁও, বাংলামোটর, সার্ক ফোয়ারাসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশিচৌকি বসানো হয়েছে। রাস্তায় রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে।

কঠোর এ লকডাউনে প্রধান সড়কের তুলনায় রাজধানীর অলিগলিতে মানুষের জটলা কিছুটা বেশি।  

করোনার সংক্রমণ মোকাবিলায় দেশজুড়ে সাত দিনের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত কারণ ছাড়া ঘরের বাইরে বের হওয়ায় ২১৩ জনকে ২ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আটক করা হয়েছে ৩২০ জনকে। এর আগের দিন আটক করা হয় ৫৫০ জনকে।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন লকডাউনের | তৃতীয় | দিনে | রাস্তায় | মানুষের | চলাচল | কিছুটা | বেশি