আর্কাইভ থেকে এশিয়া

অস্ত্রবিরতির মধ্যে গাজায় আবারো ইসরায়েলি হামলা; এক ফিলিস্তিনি নিহত

অস্ত্রবিরতির মধ্যে গাজায় আবারো ইসরায়েলি হামলা; এক ফিলিস্তিনি নিহত

অস্ত্রবিরতির দেড়মাসের মধ্যে ফিলিস্তিনে চতুর্থ দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সহিংসতায় নিহত হয়েছে এক ফিলিস্তিনি। গুলিবিদ্ধ হয়েছে আরও দুইজন। তাদের অবস্থা সংকটাপন্ন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জিাজিরা জানায়, নাবলুস এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার নামে এলোপাতাড়ি ফাঁকা গুলি ছোঁড়ে ইসরায়েলি সেনাবাহিনী। এতে নিজ বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকা মোহাম্মদ ফরিদ হাসান নামে এক তরুণ নিহত হয়।

তবে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্রের দাবি, পশ্চিম তীরের এক গ্রামে ফিলিস্তিনিদের সংঘর্ষ নিয়ন্ত্রণ করার সময় বিস্ফোরক হাতে এক ব্যক্তিকে এগিয়ে যেতে দেখে গুলি চালায় সেনারা।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ভোররাতে হামাসের গোপন ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। সেখানে হামাসের অস্ত্র তৈরির কারখানা রয়েছে। সীমান্তে হামাসের জ্বলন্ত বেলুন দিয়ে হামলা চালানোর প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়।

হামাস জানায়, ইসরায়েলের এই হামলায় সংগঠনটির এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে।

গেল মে মাসে অস্ত্রবিরতি কার্যকরের আগে দুইপক্ষের সংঘাতে নিহত হয়েছে ২৫৬ ফিলিস্তিনি। এদের বেশিরভাগই নারী ও শিশু।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন অস্ত্রবিরতির | মধ্যে | গাজায় | আবারো | ইসরায়েলি | হামলা | এক | ফিলিস্তিনি | নিহত