আর্কাইভ থেকে ক্রিকেট

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে তরুণদের হিড়িক

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে তরুণদের হিড়িক

২০২১-২২ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে রাখা ক্রিকেটার তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড । মোট ২০ জনের কেন্দ্রীয় চুক্তি সিনিয়রদের বাদ দিয়ে তরুণদের আনা হয়েছে। গত মৌসুমের তালিকা থেকে বাদ পড়েছেন ৯ জন। বিপরীতে নতুন ৮ জনকে চুক্তিতে নেওয়া হয়েছে।
 
এবারের কেন্দ্রীয় চুক্তিতে নতুন করে জায়গা পাওয়া আটজন ক্রিকেটারের মধ্যে হাসান আলি সর্বোচ্চ 'এ' ক্যাটাগরিতে আছেন। এছাড়া 'এ' ক্যাটাগরিতে আছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদি।

কেন্দ্রীয় চুক্তিতে বাকি সাত নতুন মুখ হলেন ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, মোহাম্মদ নেওয়াজ, নওমান আলি, ইমরান বাট, শাহনেওয়াজ দাহানি এবং উসমান কাদির।
 
সর্বশেষ কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া নয়জন হলেন- আসাদ শফিক, হায়দার আলি, হারিস সোহেল, ইফতিখার আহমেদ, ইম্মাদ ওয়াসিম, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শান মাসুদ এবং উসমান শিনওয়ারি।
 
কেন্দ্রীয় চুক্তিতে আসা ক্রিকেটারদের বেতন বাড়িয়েছে পিসিবি। তবে ক্যাটাগরি অনুযায়ী ম্যাচ ফিও নির্ধারণ করেছে। কেন্দ্রীয় চুক্তির 'এ' ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন বেড়েছে ২৫ শতাংশ। তবে সর্বোচ্চ ক্যাটাগরির ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ছে না।

'বি' এবং 'সি' ক্যাটাগরির ক্রিকেটারদেরও বেতন বাড়ছে ২৫ শতাংশ করে। সাথে ম্যাচ ফির পরিমাণও বাড়ছে। 'বি' ক্যাটাগরিতে টেস্টের ম্যাচ ফি ১৫ শতাংশ, ওয়ানডেতে ২০ শতাংশ এবং টি-টোয়েন্টিতে ২৫ শতাংশ করে বেড়েছে।

ইমার্জিং ক্রিকেটারদের বেতন বাড়ছে ১৫ শতাংশ করে। 'সি' ক্যাটাগরি এবং ইমার্জিং ক্যাটাগরিতে ম্যাচ ফি একই হারে বাড়বে। এ দুই ক্যাটাগরির ক্রিকেটারদের টেস্টে ৩৪ শতাংশ, ওয়ানডেতে ৫০ শতাংশ এবং টি-টোয়েন্টিতে ৬৭ শতাংশ করে ম্যাচ ফি বাড়বে।

পিসিবির কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা

ক্যাটাগরি-এ
বাবর আজম, হাসান আলি, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদি

ক্যাটাগরি-বি
আজহার আলি, ফখর জামান, ফাওয়াদ আলম, ফাহিম আশরাফ,  শাদাব খান এবং ইয়াসির শাহ

ক্যাটাগরি-সি
আবিদ আলি, ইমাম উল হক, হারিস রউফ, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ হাসনাইন, নওমান আলি এবং সরফরাজ আহমেদ

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তানের | কেন্দ্রীয় | চুক্তিতে | তরুণদের | হিড়িক