আর্কাইভ থেকে এশিয়া

ফিলিপাইনে উড়োজাহাজ বিধ্বস্ত, ১৭ মরদেহ উদ্ধার

ফিলিপাইনে উড়োজাহাজ বিধ্বস্ত, ১৭ মরদেহ উদ্ধার

ফিলিপাইনে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী জানান, স্থানীয় সময় রোববার সকালে অন্তত ৯২ জন আরোহী নিয়ে দেশটির দক্ষিণাঞ্চলে একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ফিলিপাইনের সামরিক বাহিনীর প্রধান জেনারেল চিরিলিতো সোবেজানা জানান, সুলু প্রদেশের জোলো দ্বীপে অবতরণের সময় উড়োজাহাজটি দুর্ঘটনার শিকার হয়। পুড়ে যাওয়া উড়োজাহাজ থেকে এখন পর্যন্ত ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আহত হয়েছে তারা। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনো চলছে উদ্ধার অভিযান।

দুর্ঘটনার শিকার আরোহীদের বেশিরভাগকেই সামরিক প্রশিক্ষণ শেষে সন্ত্রাসবিরোধী অভিযানে নিয়োজিত জয়েন্ট টাস্কফোর্সে যোগ দিতে দ্বীপটিতে পাঠানো হচ্ছিলো। 

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ফিলিপাইনে | উড়োজাহাজ | বিধ্বস্ত | ১৭ | মরদেহ | উদ্ধার