আর্কাইভ থেকে ফুটবল

বার্সা তারকা কৌতিনহোকে কিনতে চায় এসি মিলান

বার্সা তারকা কৌতিনহোকে কিনতে চায় এসি মিলান

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার বার্সেলোনা ছেড়ে যাওয়ার পর তার বিকল্প হিসেবে অনেককেই দলে ভিড়িয়ে ছিল কাতালান ক্লাবটি। কিন্তু কেউই তার জায়গা পূরণ করতে সমর্থ হননি। লিভারপুল থেকে তারই স্বদেশী ফিলিপ কৌতিনহোকে কেনে বার্সা। কিন্তু নিজের সেই ফর্ম আর ফিরে পাননি। বর্তমানে বার্সা তারকা ইনজুরি থেকে সেরে উঠার প্রক্রিয়ায় আছেন। প্রস্তুত হচ্ছেন বার্সার হয়ে প্রাক মৌসুমে ম্যাচগুলো খেলার জন্য। 

আর এমন সময়ই কিনা বার্সালোনা চেষ্টা করছে তাকে বিক্রি করার জন্য। অবশ্য বার্সার হাতে এর বিকল্প আর কিছুই নেই। কারণ বার্সেলোনা এখন বেশ দেনায় রয়েছে। দেনা থেকে উঠতে হলে কিছু খেলোয়াড়কে বিক্রি করতেই হবে। কৌতিনহোকে বিক্রির চেষ্টা এবারই প্রথম নয়। এর আগেও তাকে বার্তেমেউ বিক্রি করতে চেয়েছিল। কিন্তু সফল হয়নি।

তাই আগামী মৌসুমে তাকে কাতালান জার্সিতে দেখা না গেলেও অবাক হওয়ার কোনো কারণ নেই। এরই মধ্যে তাকে কেনার জন্য ইচ্ছা প্রকাশ করেছে ইংলিশ ক্লাব আর্সেনাল ও লেষ্টার সিটি। তবে এসি মিলানেও তাকে দেখা যেতে পারে।

ইতালিয়ান গনমাধ্যমগুলো জানাচ্ছে, ইতালিয়ান ক্লাব এসি মিলান শুধু কৌতিনহোকেই নয় সেই সঙ্গে জুনিয়র ফিপ্রোকেও কিনতে চায়। অন্য দেশের তুলনায় ইতালিতে ট্যাক্স সুবিধা বেশি থাকায় কৌতিনহোকে এসি মিলানের জার্সিতে দেখা গেলেও যেতে পারে। 

এস 

এ সম্পর্কিত আরও পড়ুন বার্সা | তারকা | কৌতিনহোকে | কিনতে | চায় | এসি | মিলান