আর্কাইভ থেকে ফুটবল

সুপার ক্লাসিকোর জন্য তর সইছে না মেসির

সুপার ক্লাসিকোর জন্য তর সইছে না মেসির

বহু ত্যাগের ফল এই জয়, বলছেন মেসি। ফাইনালে বন্ধু নেইমারের বিপক্ষে নামতে তর সইছেনা আর্জেন্টাইন অধিনায়কের। জানিয়েছেন, শিরোপা জিততে কতটা মরিয়া তার দল। আর ফাইনালের আগে দু:সংবাদ ব্রাজিল শিবিরে। নিষেধাজ্ঞায় খেলতে পারবেন না গ্যাব্রিয়েল জেসুস।
 
১৯৯০ ইতালি বিশ্বকাপের স্মৃতি যেন ফিরে এলো ২০২১ এর কোপা আমেরিকায়। সেবার ব্রাজিলিয়ানদের আঘাতে রক্তাক্ত হয়েছিলো গ্রেট মারাদোনার গোড়ালি। এবার মেসির পায়ে রক্তক্ষরণ।

সেই রক্ত বৃথা যেতে দেননি এল এম টেন। শুধু বার্সেলোনা নয় আকাশী নীল জার্সীতে আবেগী, নেতা মেসির অজানা, অদম্য রূপ দেখেছে ফুটবল বিশ্ব।
 
আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি বলেন, অনেক ত্যগের পর আমরা এখানে পৌঁছেছি। কয়েকজনতো সদ্যভূমিষ্ঠ সন্তানের মুখ এখনও দেখতে পারেনি। ফাইনাল খেলার প্রাথমিক লক্ষ্য পূরণ করতে পেরে বাকি সবার মতো আমিও খুশি। যে কোন সময়ের চেয়ে এবার কাপ জিততে আমরা বেশি মরিয়া।

টাইব্রেকে তিন শট ফিরিয়ে নায়ক এমিলিয়ানো মার্তিনেজকে প্রশংসায় ভাসাতে ভুল করেননি মেসি। আর ভাগ্যের প্রতি কৃতজ্ঞতা অ্যাস্টন ভিলা গোলরক্ষকের।

লিওনেল মেসি বলেন, এমিলিয়ানো দুর্দান্ত। জানতাম ও আমাদের রক্ষা করবে। তার উপর পুরো দলের আস্থা ছিলো। ও এটার প্রাপ্য।

দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বলেন, আমরা স্কোরলাইন বড় করার সুযোগ পেয়েছিলাম, তবে ওরা ম্যাচটাকে টাইব্রেকারে নিয়ে যায়। কলম্বিয়া ভালো খেলেছে তবে এটাই ভাগ্য। আর আজ আমি ভাগ্যবান।

মেসিদের জয়ে কোটি সমর্থকের মতো সুপার ক্লাসিকো ফাইনালের স্বপ্ন পূরণ হয়েছে নেইমারের। শিরোপার মঞ্চে বন্ধু এখন শত্রু।

লিওনেল মেসি বলেন, নেইমার ও আমি ভালো বন্ধু। শুনেছি ও আমাকে ফাইনালে চেয়েছিলো। নি:সন্দেহে কঠিন একটা ম্যাচ হতে চলেছে।
 
সুপার ক্ল্যাসিকো নিয়ে রোমাঞ্চিত লিওনেল স্কালোনিও।

আর্জেন্টাইন কোচ স্কালোনি বলেন, চিরপ্রতিদ্বন্দ্বিদের সাথে ফাইনাল খেলতে যাচ্ছি। আশা করি লাতিন ফুটবলের শক্তিশালী দুই দলের খেলা মানুষ উপভোগ করবে।
 
যদিও হাসিমুখ বেশিক্ষণ ধরে রাখতে পারেননি স্কালোনি। মারাকানায় ২০১৪ বিশ্বকাপ ফাইনালের জার্মানি স্মৃতি মনে করিয়ে দিতেই দ্রুত সংবাদ সম্মেলনে ত্যাগ করেন আর্জেন্টাইন বস।

এদিকে ফাইনালের আগে দু:সংবাদ ব্রাজিল শিবিরে। কার্ড জটিলতায় দুই ম্যাচ নিষেধাজ্ঞায় আর্জেন্টিনার বিপক্ষে দেখা যাবেনা গ্যাব্রিয়েল জেসুসকে। সঙ্গে ৫ হাজার ডলার জরিমানা। ইনস্টাগ্রামে সতীর্থের প্রতি সমর্থন জানিয়ে লাতিন ফুটবলের সর্বোচ্চ সংস্থাকে এক হাত নিয়েছেন নেইমার।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন সুপার | ক্লাসিকোর | জন্য | তর | সইছে | মেসির