আর্কাইভ থেকে এশিয়া

তুরস্কে মিনি ভ্যান দুর্ঘটনায় বাংলাদেশীসহ ১২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

তুরস্কে মিনি ভ্যান দুর্ঘটনায় বাংলাদেশীসহ ১২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

তুরস্কে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি মিনি ভ্যান খাদে পড়ে আগুন লেগে মারা গেছে অন্তত ১২ জন। মৃতদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিক রয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২৬ জন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় আজ রোববার সকালে তুরস্কের পূর্বাঞ্চলীয় ইরান সীমান্তবর্তী ভ্যান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। তবে ভ্যানটির মালিককে আটক করেছে পুলিশ।

তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্যান প্রদেশের মোরাদিয়ে শহর দিয়ে যাচ্ছিল অভিবাসনপ্রত্যাশীদের মিনি ভ্যানটি। হঠাৎ তাতে আগুন লেগে গেলে দুর্ঘটনা ঘটে। বাসটির সব আরোহী অবৈধ পথে তুরস্কে প্রবেশ করেছে।

খবর পেয়ে উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে তুরস্কের দমকল বাহিনী, মেডিকেল টিম ও নিরাপত্তাকমীদের পাঠায় দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ইউরোপে যেতে তুরস্ককে ট্রানজিট পয়েন্ট হিসেবে বেছে নেয় অভিবাসনপ্রত্যাশীরা।

বেশিরভাগ ক্ষেত্রে পায়ে হেটে ইরান সীমান্ত পেরিয়ে তুরস্কে যায় ইরান, বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের অভিবাসনপ্রত্যাশীরা। সেখান থেকে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমায় তারা। এভাবে তুরস্ক হয়ে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করেছে বহু অভিবাসনপ্রত্যাশী। জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথ পাড়ি দেয় তারা। আবার অনেকে মিনিবাস ও ট্রাকে করে ইউরোপ প্রবেশের চেষ্টা করে। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি রয়েছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন তুরস্কে | মিনি | ভ্যান | দুর্ঘটনায় | বাংলাদেশীসহ | ১২ | অভিবাসনপ্রত্যাশীর | মৃত্যু