আর্কাইভ থেকে ফুটবল

৫৩ বছর পর ইউরো চ্যাম্পিয়ন ইতালি

৫৩ বছর পর ইউরো চ্যাম্পিয়ন ইতালি

১৯৬৬ সালে বিশ্বকাপ জেতার পর আর কোনও বৈশ্বিক প্রতিযোগিতায় ট্রফি জিততে পারেনি ইংল্যান্ড। এমনকি ইউরো চ্যাম্পিয়নশিপে ট্রফি ছোঁয়া দূরত্বেও পৌঁছাতে পারেনি। দীর্ঘ ৫৫ বছর পর এবার ইউরোতে প্রথমবারের মতো ফাইনাল খেলেও  স্বপ্ন পূরণ হলো না ইংল্যান্ডের। টাইব্রেকারে ইংলিশদের ৩-২ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো, ইতালি। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ গোলের সমতায়। 

অতিরিক্ত সময়েও ফল নিষ্পত্তি না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে।  শেষ পর্যন্ত শাসরুদ্ধকর টাইব্রেকারে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে ইতালি দ্বিতীয়বারের মতো ইউরো ট্রফি জিতলো।

টাইব্রেকারে হিরো দলের গোলকিপার দোনারুম্মা। ইংল্যান্ডের পাঁচটি শটের দুটি রুখে দিয়ে দলকে ট্রফি জিততে সহায়ক ভূমিকা পালন করেছেন। ইংল্যান্ডের হয়ে কেইন ও মেগেুয়েরে লক্ষ্যভেদ করেছেন। রাশফোর্ডের শট পোস্টে লেগে ফিরে আসে। সান্চো ও সাকোর শট গোলকিপার রুখে দেন। বিপরীতে ইতালির বেরার্দি, বেনোচ্চি ও বার্নাডোস্কি গোল করেছেন। বেলোত্তি ও জর্জিনহোর শট ইংলিশ গোলকিপার পিকফোর্ড রুখে দিয়েও দলকে জেতাতে পারেননি।

১৯৬৮ সালে প্রথম ইউরোর ট্রফি জিতেছে ইতালি।

এ সম্পর্কিত আরও পড়ুন ৫৩ | বছর | ইউরো | চ্যাম্পিয়ন | ইতালি