আর্কাইভ থেকে টলিউড

এ কী ঝলক দেখালেন শ্রীলেখা!

এ কী ঝলক দেখালেন শ্রীলেখা!
বাড়ির পোষ্যদের প্রতি শ্রীলেখা মিত্রর ভালবাসা অনুরাগীদের অজানা নয়। পোষ্যরা অবহেলিত হলে তা মোটেই সহ্য হয় না তাঁ। তাই শ্রীলেখাকে গলা ফাটাতেও দেখেছেন তার অনুরাগীরা। শ্রীলেখার জীবন তো তাদের কেন্দ্র করেই আবর্তিত। সেই ঝলকই আরও একবার মিলল মঙ্গলবার সকালে।
শ্রীলেখা
শ্রীলেখা
এমনিতেই বাড়ির সদস্যরা বাইরে পা রাখলে তা মোটেও পছন্দ করে না আদরের পোষ্যরা। শ্রীলেখার বাড়িতে আবার চার-চারটে সারমেয়। তারা তো গোঁসা করেই। সঙ্গে আবার সকাল থেকে মিত্র বাড়িতে পাখিদের আনাগোনা। শ্রীলেখার সংসার সামলানোর দায়িত্বে তার বাড়ির মাসির। সে থাকতে কারও ভাতের অভাব হয় না। সকাল থেকে কাক-পায়রাদের ভিড় জমে মিত্র বাড়িতে। তাই তো শ্রীলেখা না থাকলেও, বাড়ির মাসিকে ওদের অবশ্যই প্রয়োজন। তবুও তিনি বেরিয়ে গেলে পোষ্যদের বেশ মনখারাপই হয়। পোষ্যদের সঙ্গে নিয়ে শ্রীলেখার রোজনামচার মুহূর্তই সকলের সামনে তুলে ধরলেন অভিনেত্রী। কিছু দিনের মধ্যেই শুরু করবেন নতুন ছবি ‘মীরজাফর’র শ্যুটিং। ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রীলেখাকে। আগামী দিনেও ভক্তদের জন্য এ অভিনেত্রী নিয়ে আসতে চলেছেন বেশ কিছু নতুন চমক। এখন শুধু সেই সব চমক প্রকাশ্যে আসার অপেক্ষা।

এ সম্পর্কিত আরও পড়ুন এ | কী | ঝলক | দেখালেন | শ্রীলেখা