প্রেমিকার তিন বছরের শিশুসন্তানকে ধর্ষণ করে খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে।
পেশায় একটি পোশাক তৈরির কারখানার কর্মী এক মহিলা বাড়িতে ৩ বছরের সন্তানকে রেখে কাজে যেতেন। সেই সময় সন্তানকে দেখভাল করতেন তার প্রেমিক। কিন্তু প্রেমিকের ভরসায় কাজে যাওয়া যে কত বড় ভুল তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল একটি ঘটনা।
জানা গেছে, ‘সিঙ্গল মাদার’ ওই মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এক ব্যক্তির। তবে তারা একসঙ্গে থাকতেন না। দিনের বেলায় মহিলার পুরুষবন্ধু মাঝেমাঝেই এসে শিশুসন্তানের দেখভাল করতেন। তা করতে গিয়েই তিন বছরের শিশুকে ধর্ষণ করে খুন করার অভিযোগ। মহিলার অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরু পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলাও শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত শিশুর মায়ের সঙ্গে এক বছরের বেশি সময় ধরে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অভিযুক্তের।মেয়েকে নিয়ে একাই থাকতেন ওই মহিলা। একটি জামাকাপড়ের কারখানায় কর্মী ছিলেন শিশুটির মা। অভিযুক্ত যুবক প্রায় মহিলার বাড়িতে যাতায়াত করত। ঘটনার দিনও বাড়িতে আসে সে। সেই সময় শিশুটির মা বাড়িতে ছিলেন না। তখনই তিন বছরের শিশুকন্যাটিকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ উঠেছে।
এদিকে, কিছুক্ষণ পরে বাড়ি আসনে শিশুটির মা। দেখেন, খাটের উপর রক্তাক্ত অবস্থায় পরে আছে তিন বছরের কন্যাসন্তান। শরীরে প্রাণে স্পন্দন নেই। এর পরেই শিশুটির মা স্থানীয় কামক্ষীপাল্য থানায় ধর্ষণ করে খুনের অভিযোগ করেন অভিযুক্তের বিরুদ্ধে।