আর্কাইভ থেকে দেশজুড়ে

গাজীপুরে গার্মেন্ট শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুরে গার্মেন্ট শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এতে ঢাকা-জয়দেবপুর সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়।

আজ বুধবার (১৪ জুলাই) সকালে লক্ষ্মীপুরা এলাকায় সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন তারা। 

বিক্ষোভকারীরা বলেন, ঈদুল ফিতরের আগেও আন্দোলন করে বেতন ও বোনাস নিতে হয়েছে গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকার স্টাইল ক্র্যাফট লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের। এখনো তাদের তিন মাসের এবং গত দুই বছরের চার মাসের বেতন বকেয়া রয়েছে। এ সকল বকেয়ার দাবিতে গতকাল মঙ্গলবার সকালে কাজ বন্ধ করে দেন শ্রমিকরা। পরে কর্তৃপক্ষ সন্ধ্যার মধ্যে টাকা দিবে বলে সময় নেন। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হলেও বেতন-বোনাস দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে শ্রমিক ও কর্মীরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, শ্রমিক ও কর্মীরা বেতন পাচ্ছেন না। বেতনের দাবিতে তারা সড়কে অবস্থান নিয়েছেন।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন গাজীপুরে | গার্মেন্ট | শ্রমিকদের | সড়ক | অবরোধ