আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ভারতে এক লাফে ২৩ শতাংশ সংক্রমণ বেড়েছে, তৃতীয় ঢেউ শুরু?

ভারতে এক লাফে ২৩ শতাংশ সংক্রমণ বেড়েছে, তৃতীয় ঢেউ শুরু?

বিশ্বের কয়েকটি দেশে যখন কোভিডের তৃতীয় ঢেউ শুরু হওয়ার খবর সামনে আসছে তখন উদ্বেগ বাড়িয়েছে ভারতের কোভিড সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফ। এক লাফে অনেকটাই বেড়েছে কোভিড সংক্রমণ। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৩৮ হাজার ৭৯২ জন। যা গতকালের সংক্রমণের থেকে ২৩ শতাংশ বেশি। আবারো কোভিড সংক্রমণ বাড়ায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা।

ভারতীয় গণমাধ্যম জানায়, ভারতে সংক্রমণ বাড়লেও গতকালের থেকে কমেছে মৃত্যু। একদিনে দেশটিতে মারা গেছে ৬৫৮ জন। তবে এদিনের মৃত্যুর সঙ্গে মধ্য প্রদেশের এক হাজার ৪৭৮ জনকে সমন্বয় করা হয়। এ নিয়ে দেশটিতে মারা গেছে দুই হাজার ২০ জন। তবে যা গেল চার মাসের মধ্যে সর্বনিম্ন।

এই মুহূর্তে দেশটিতে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা চার লাখ ৩০ হাজার জন। গেল ২৪ ঘণ্টায় কোভিডমুক্ত হয়েছে ৪১ হাজার জন।

তবে ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ৩১ হাজারের বেশি মানুষ। যা গত ১১৮ দিনের মধ্যে সর্বনিম্ন।

ইতোমধ্যে হয়তো ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে, এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন বর্ষীয়ান পদার্থবিদ হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ উপাচার্য ড. বিপিন শ্রীবাস্তব। তিনি জানিয়েছেন, ভারতে চার জুলাই থেকেই হয়তো করোনার থার্ড ওয়েভ শুরু হয়ে গেছে।

ভারতে গেল ৪৬৩ দিনে কোভিড সংক্রমণের একটি গ্রাফ তৈরি করেছেন এই পদার্থবিদ। তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে প্রতিদিন মৃত্যুর পরিসংখ্যান নেমেছিল ১০০ বা তারও নীচে। এরপরই অনেকে মনে করেছিলেন করোনার প্রাদুর্ভাব শেষ। কিন্তু তারপরই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছিল। একই রকম বিষয় দেখা গেছে চার জুলাই থেকেও।

দরজায় টোকা দিচ্ছে করোনার তৃতীয় ঢেউ! এমন বার্তাই দিয়েছিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন-আইএমএ। এ পরিস্থিতিতে কোভিড বিধি যথাযথ ভাবে পালনের দিকে জোর দেওয়ার বার্তা দেওয়া হয়েছে। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা থিতু হতেই বিধিনিষেধ শিথিল করা হয়েছে বিভিন্ন রাজ্যে। আর এরপরই একাংশের মধ্যে কোভিড বিধি লঙ্ঘনের প্রবণতা দেখা দিয়েছে। পাহাড়ি এলাকায় পর্যটকদের ভিড় উদ্বেগ বাড়িয়েছে। এই প্রেক্ষাপটে তৃতীয় ঢেউয়ের মুখে কোভিড সংক্রমণের বাড়বাড়ন্ত খুবই উল্লেখযোগ্য বলে ভাবা হচ্ছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতে | এক | লাফে | ২৩ | শতাংশ | সংক্রমণ | বেড়েছে | তৃতীয় | ঢেউ | শুরু