আর্কাইভ থেকে দেশজুড়ে

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৮০ থেকে ৯০ শতাংশ মানুষ টিকা পাবেন: হানিফ

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৮০ থেকে ৯০ শতাংশ মানুষ টিকা পাবেন: হানিফ

আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের ৮০ থেকে ৯০ শতাংশ মানুষের টিকা প্রদান নিশ্চিত করা হবে। করোনা চিকিৎসার জন্য যা যা সাপোর্ট দরকার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তা যথেষ্ট পরিমানে আছে। বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।

বুধবার বেলা সাড়ে ১১টায় কোভিড ডেডিকেটেড কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির করোনা সংকটে মতবিনিময় সভায় অংশগ্রহণ করে এসব কথা বলেন তিনি।

লকডাউন শিথিল করা প্রসঙ্গে হানিফ বলেন, সরকার জীবন ও জীবিকা সমন্বয় করে যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছেন।

এসময় কুষ্টিয়ার-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার আব্দুল মোমেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন আগামী | ডিসেম্বরের | মধ্যে | দেশের | ৮০ | ৯০ | শতাংশ | মানুষ | টিকা | পাবেন | হানিফ