আর্কাইভ থেকে জাতীয়

অ্যান্টিবায়োটিকেও সুস্থ হচ্ছেনা নিউমোনিয়ায় আক্রান্ত শিশুরা

অ্যান্টিবায়োটিকেও সুস্থ হচ্ছেনা নিউমোনিয়ায় আক্রান্ত শিশুরা

বাংলাদেশে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রোগ-জীবাণু প্রতিরোধী হয়ে উঠছে। ফলে অনেক ক্ষেত্রেই মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। 

বৃহস্পতিবার (১৫ জুলাই) আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) এবং ম্যাসাচুসেটস জেনেরাল হসপিটালের (এমজিএইচ) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের মধ্যে প্রায়ই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রোগ-জীবাণু প্রতিরোধী হয়ে উঠছে এবং অনেক ক্ষেত্রেই মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই গবেষণার ফলাফল ওপেন ফোরাম ইনফেকশাস ডিজিজেস জার্নালে প্রকাশিত হয়েছে। অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রোগ-জীবাণুর প্রতিরোধী হয়ে ওঠা একটি সম্ভাব্য মারাত্মক মহামারির সৃষ্টি করতে পারে, যা সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারে।

আইসিডিডিআর,বির নিউট্রিশন অ্যান্ড ক্লিনিক্যাল সার্ভিসেস ডিভিশনের সিনিয়র সায়েন্টিস্ট ড. মোহাম্মদ যোবায়ের চিশতি, এমমেড, পিএইচডি এই গবেষণায় নেতৃত্ব দেন।

এ সম্পর্কিত আরও পড়ুন অ্যান্টিবায়োটিকেও | সুস্থ | হচ্ছেনা | নিউমোনিয়ায় | আক্রান্ত | শিশুরা