আর্কাইভ থেকে ফুটবল

ভারতের ড্র বাংলাদেশের, বাড়লো ফাইনালের অপেক্ষা

ভারতের ড্র বাংলাদেশের, বাড়লো ফাইনালের অপেক্ষা
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে জয় পেলেই নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের ফাইনাল। সুযোগও পেয়েছিল অনেক, তবে সেটা কাজে লাগাতে পারেননি শামসুন্নাহাররা।  শেষ পর্যন্ত গোল শূন্য সমতা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ফলে ফাইনলের অপেক্ষা বেড়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের। রোববার (০৫ ফেব্রুয়ারি) কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে ভারতের মেয়েদের একের পর আক্রমণে দিশেহারা হয়ে পড়ে স্বাগতিকরা। তবে গোলবারে নিচে দাঁড়িয়ে থাকা অতন্দ্রপ্রহরী রূপনা চাকমা দারুণ দক্ষতায় বেঁচে যায় বাংলাদেশ। ২৬ মিনিটে প্রথম আক্রমণে উঠে বাংলাদেশের মেয়েরা। প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে স্বপ্না রানি ঢুকে পড়লেও তার দুর্বল শট পরাস্ত করতে পারেনি ভারতের গোলরক্ষক মোনালিশা দেবিকে। চার মিনিট পর বাংলাদেশের জাল খুজে পায় কাজল। সহজ শটে বল জালে জরালেও রেফারির অফসাইডের বাঁশিতে হাফ ছেড়ে বাঁচে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ সাজায় দুই দলেই। কিন্তু কেউ খুজে পায়নি গোলের দেখা। ফলে সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে। আগামী ৭ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-নেপাল ও বাংলাদেশ-ভুটানের। এই লড়াইয়ের পর জানা যাবে কারা পৌঁছাবে ফাইনালে।

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতের | ড্র | বাংলাদেশের | বাড়লো | ফাইনালের | অপেক্ষা