আর্কাইভ থেকে এশিয়া

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, অংশ নেবে ৬০ হাজার মুসল্লি

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, অংশ নেবে ৬০ হাজার মুসল্লি

আজ সন্ধ্যা থেকে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। করোনা মহামারির মধ্যে এবারও সীমিত পরিসরে হজের আয়োজন করেছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, গেলবারের মতো এবারও বহির্বিশ্বের কেউ হজ পালনের সুযোগ পাচ্ছে না। এতে অংশ নিচ্ছে সৌদিতে বসবাসকারী ১৫০টি দেশের নাগরিকসহ ৬০ হাজার মুসুল্লি। 

এবারের হজ পালনে মুসল্লিদের স্মার্ট কার্ড ব্যবহার করতে হবে। এই কার্ড ছাড়া কেউ ক্যাম্পেও প্রবেশের সুযোগ পাবে না। সৌদিতে বসবাসরত করোনার টিকা নেওয়া ১৮-৬০ বছর বয়সী মুসুল্লিরাই এবার হজের অনুমতি পেয়েছে।

সৌদির স্থানীয় সময় শনিবার সন্ধ্যা থেকে মক্কায় পৌঁছাবে অনুমতি পাওয়া হজযাত্রীরা। রোববার যোহর নামাজের আগে মক্কা থেকে মিনায় যাবে তারা। মিনায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পরদিন ফজরের পর হজের মূল অনুষ্ঠান পালন করতে আরাফাত ময়দানে জড়ো হবে হজ প্রত্যাশিরা। হজের খুদবা শেষে সারাদিন ইবাদত বন্দেগী করে রাতে মুজদালিফায় রাত যাপন করবে তারা।

পরদিন ১০ জিলহজ মিনায় গিয়ে প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ করে পশু কোরবানি দিয়ে মাথা মুড়াবে হাজিরা। করোনা সংক্রমণ রোধে গেল বছরের মতো এবারও স্বাস্থ্যগত বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে সৌদি সরকার।

হাজিদের মক্কা, আরাফাহ, মিনা ও মুজদালিফায় চলাচলে জন্য তিন হাজার বাস প্রস্তুত রয়েছে। থাকছে ৫১টি স্বাস্থ্যসেবা কেন্দ্র। ৫৯৪ চিকিৎসক ছাড়াও থাকছে আরও ৩শ” জন স্বাস্থ্যকর্মী।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন পবিত্র | হজের | আনুষ্ঠানিকতা | শুরু | আজ | অংশ | নেবে | ৬০ | হাজার | মুসল্লি