আর্কাইভ থেকে ফুটবল

পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রাখলো বার্সা

পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রাখলো বার্সা
মায়োর্কার কাছে রিয়াল মাদ্রিদ হেরে যাওয়ার পর বার্সেলোনার সামনে সুবর্ণ সুযোগ ছিল, নিজেদেরকে আরও দুরে নিয়ে যাওয়ার। পয়েন্ট টেবিলে ব্যবধানটা আরও বাড়িয়ে নেয়ার। যতে এক ভালো নিরাপদ স্থানে থাকা যায়। সেভিয়ার বিপক্ষে খেলতে নেমে সে কাজটাই করে নিলো জাভি হার্নান্দেজের শিষ্যরা। ঘরের মাঠে সেভিয়াকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে তারা। এই জয়ে ২০ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে সবার উপরে বার্সেলোনা। সমান ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪৫। তিন নম্বরে রিয়াল সোসিয়েদাদের পয়েন্ট ৩৯। ২০১৮-১৯ মৌসুমে সর্বশেষ লা-লিগা শিরোপা জিতেছিল বার্সা। এরপর লিওনেল মেসির বিদায়, আর্থিক টানাপোড়েন আর অগোছালো অবস্থার কারণে গেলো তিন মৌসুমে শিরোপার ধারেকাছেও যেতে পারেনি টুর্নামেন্টের অন্যতম সফল দলটি। তবে এবার ঘুরে দাঁড়িয়েছে জাভি হার্নান্দেজের সেভিয়ার বিপক্ষে খেলতে নেমে সবগুলো গোলই এসেছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। গোলদাতা জর্দি আলবা, গাবি এবং রাফিনহা। ঘরের মাঠে ম্যাচের শুরুতেই অবশ্য ধাক্কা খেয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের ট্যাকলে পায়ে চোট পেয়ে পঞ্চম মিনিটে মাঠ ছাড়েন সার্জিও বুস্কেটস। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বার্সা। ৫৮তম মিনিটে সেভিয়ার রক্ষণ ভাঙতে সমর্থ হয় স্বাগতিকরা। গাভির বাড়ানো বল ধরে রাফিনিয়া ডি-বক্সে খুঁজে নেন ফঁক কেসিয়েকে। বুসকেটসের বদলি নামা এই মিডফিল্ডার বল বাড়ান দ্রুত গতিতে গোলমুখে ছুটে যাওয়া জর্দি আলবাকে। অভিজ্ঞ স্প্যানিশ ডিফেন্ডার দূরের পোস্ট দিয়ে চমৎকার ফিনিশিংয়ে সারেন বাকিটা। ৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গাভি। এই গোলে দারুণ অবদান রাখেন রাফিনহা। ৯ মিনিট পর স্কোর লাইন ৩-০ করেন ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার-ই।

এ সম্পর্কিত আরও পড়ুন পয়েন্ট | তালিকায় | শীর্ষস্থান | ধরে | রাখলো | বার্সা