আর্কাইভ থেকে ফুটবল

শতবর্ষী বিশ্বকাপ আয়োজনে ইচ্ছুক আর্জেন্টিনা সহ চার দেশ

শতবর্ষী বিশ্বকাপ আয়োজনে ইচ্ছুক আর্জেন্টিনা সহ চার দেশ
বিশ্ব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট বিশ্বকাপ ১৯৩০ সাল থেকে আয়োজন করে আসছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশ নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। ২০৩০ সালে আয়োজন হতে যাওয়া বিশ্বকাপ সব দেশের কাছেই গুরুত্বপূর্ণ আসর। কেননা এটি হবে ফুটবল বিশ্বকাপের শতবর্ষী আসর। এই আসরের আয়োজক দেশ হতে চায় আর্জেন্টিনাসহ লাতিন আমেরিকার আরও চার দেশ। বাকি দেশ গুলো হল উরুগুয়ে, প্যারাগুয়ে ও চিলি। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে চার দেশের ফুটবল কর্মকর্তারা কনমেবল সভাপতি আলেহান্দ্রো দোমিনগুয়েজের উপস্থিতিতে এই ঘোষণা দেয়। ২০১৭ সালে প্রাথমিকভাবে আর্জেন্টিনা ও উরুগুয়ে ২০৩০ বিশ্বকাপ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছিল। এবার তাদের সঙ্গে যোগ দিল আরও দুই লাতিন দেশ চিলি ও প্যারাগুয়ে। তবে আয়োজক দেশ হবার জন্য এর মধ্যে চায় ইউরোপ থেকে স্পেন ও পর্তুগাল, আর আরব দেশ থেকে মরক্কো ও সৌদি আরবও আগ্রহ প্রকাশ করেছে। শেষ পর্যন্ত কে হবে বিশ্বকাপের শতবর্ষী বিশ্বকাপের আয়োজক দেশ তা জানা যাবে ২০২৪ সালে।

এ সম্পর্কিত আরও পড়ুন শতবর্ষী | বিশ্বকাপ | আয়োজনে | ইচ্ছুক | আর্জেন্টিনা | সহ | চার | দেশ