আর্কাইভ থেকে দেশজুড়ে

বরিশাল বিভাগে করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু

বরিশাল বিভাগে করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু

গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে করোনায় ২২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ৯ এবং উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছেন।

আজ শুক্রবার (২৩ জুলাই) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় ২৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ১০৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৪৭ দশমিক ১৯ শতাংশ।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (করোনা ইউনিট) করোনার ওয়ার্ড ও আইসোলেশন ওয়ার্ডে ২৭৭ জন রোগী ভর্তি রয়েছে।

বরিশাল বিভাগে ২৪ ঘন্টায় ৪৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, এদের মধ্যে ১৮৩ জনের করোনা শনাক্ত। শনাক্তের হার ৪০ দশমিক ৬৭ শতাংশ। সর্বমোট আক্রান্ত হয়েছে ২৭ হাজার ৯৯৫ জন। সবমিলিয়ে করোনায় মৃত্যু হয়েছে ৪১৪ জনের।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন বরিশাল | বিভাগে | করোনা | ইউনিটে | আরও | ২২ | জনের | মৃত্যু