আর্কাইভ থেকে ফুটবল

আল হিলালকে উড়িয়ে পঞ্চম ক্লাব বিশ্বকাপ রিয়ালের

আল হিলালকে উড়িয়ে পঞ্চম ক্লাব বিশ্বকাপ রিয়ালের
সৌদি আরবের ক্লাব আল হিলাল ৫-৩ গোলে উড়িয়ে পঞ্চম ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। শুধু তাই নয় এই ট্রফি দিয়েই  ক্লাব ইতিহাসের শততম ট্রফি অর্জন করলো স্প্যানিশ জায়ান্টরা। শনিবার (১১ ফেব্রুয়ারি) মরক্কোর প্রিন্স মৌলে আব্দুল্লেহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১ টায় ক্লাব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিলো রিয়াল মাদ্রিদ ও আল হিলাল। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও ফ্রেডরিকো ভালভার্দের জোড়া গোল এবং করিম বেনজেমার এক গোলে ৫-৩ গোলের বড় ব্যবধানে জয় পায় লস ব্লাঙ্কোসরা। আল হিলালের হয়ে লুসিয়ানো ভিয়েত্তো করেছেন জোড়া গোল, আরেকটি গোল এসেছে মুসা মারেগার পা থেকে। খেলার শুরু থেকেই আল হিলালের ওপর একচ্ছত্র আধিপত্য দেখায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। খেলা শুরুর মাত্র ১৩ মিনিটের মাথাতেই মাদ্রিদকে এগিয়ে নেন ভিনিসিয়াস। মিনিট পাঁচেক পরই ভালভার্দের ভলিতে ২-০ গোলে ব্যবধান বাড়ায় মাদ্রিদ। আরও পড়ুনঃ নেইমারের উপর ক্ষুব্ধ প্রতিবেশীরা বিরতি থেকে ফিরেই আক্রমণের মাত্রা বাড়ায় স্প্যানিশ জায়ান্টরা। ৫৪ মিনিটে ভিনিসিয়াসের বাড়ানো বল থেকে আল হিলালের জালে বল জড়িয়ে রিয়ালকে ৩-১ গোলের লিদ এনে দেন বেনজেমা। পরের ১৫ মিনিটের ভেতরেই আরও দুই গোল  ভিনিসিয়াস আর ভালভার্দে। খেলার শেষ এসে আল হিলালের ভিয়েত্তো জোড়া গোল করে শুধু  ব্যবধানই কমিয়েছেন হারের। ৫-৩ গোলে জিতে নিজেদের পঞ্চম ক্লাব বিশ্বকাপ ঘরে তোলে লস ব্লাঙ্কোসরা। আরও পড়ুনঃ শ্রেষ্ঠত্ব বজায় রাখতে আগামীকাল মাঠে নামবে ব্রাজিল

এ সম্পর্কিত আরও পড়ুন আল | হিলালকে | উড়িয়ে | পঞ্চম | ক্লাব | বিশ্বকাপ | রিয়ালের