আর্কাইভ থেকে বাংলাদেশ

মমেক হাসপাতালের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু

মমেক হাসপাতালের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে করোনায়। আর বাকি সাতজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বুধবার (২৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন।

মহিউদ্দিন খান মুন বলেন, করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত মৃত পাঁচজন হলেন— ময়মনসিংহ সদরের আমজাদ হোসাইন (৪২), আব্দুর রব (৭২), তারাকান্দার খাদিজা খাতুন (৪৩), খোদেজা বেগম (৬০) ও নেত্রকোনা সদরের নুরুল হক (৮০)। উপসর্গ নিয়ে যাদের মৃত্যু হয়েছে, তারা হলেন— ময়মনসিংহ সদরের নিলীমা বিশ্বাস (৬২), ফিরোজা বেগম (৬০), মিহির কান্তী সান্যাল (৬৬), সেতু জামান (৫৮), ফিরোজা বেগম (৬০), হালুয়াঘাট উপজেলার আলতাফ হোসেন (৬৫) ও জামালপুরের মেলান্দহ উপজেলার আক্কাস আলী (৭৪)।

মমেকের মুখপাত্র আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৪৫ রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৪০ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন মমেক | হাসপাতালের | করোনা | ইউনিটে | ১২ | জনের | মৃত্যু