Connect with us

ক্রিকেট

বাংলাদেশে ফিরে আসার জন্য সবসময় আগ্রহ ছিল: হাথুরুসিংহে

Avatar of author

Published

on

দ্বিতীয় দফায় টাইগারদের দায়িত্ব নিয়েছেন শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। গত সোমবার রাতে ঢাকায় আসলেও আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো গণমাধ্যমের সঙ্গে কথা বললেন তিনি।

মিরপুরে সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে হাথুরু বললেন দ্বিতীয় দফায় বাংলাদেশে ফেরার জন্য সবসময় আগ্রহ ছিল তাঁর। প্রথম মেয়াদে টাইগারদের যখন দায়িত্ব নিয়েছিলেন তখন সেটি ছিল তাঁর প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট। তাই বাংলাদেশের প্রতি একটা সফট কর্নার ছিল।

হাথুরু বলেন, ‘ দায়িত্ব ছেড়ে দেয়ার পর থেকেই বাংলাদেশ ক্রিকেটকে অনুসরণ করছি। মাঝে মাঝে খেলোয়াড় ও কমকর্তাদের সঙ্গে যোগাযোগও ছিল। বাংলাদেশের জন্য আমার সবসময়ই সফট কর্নার আছে। কারণ এটা আমার প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট ছিল। এখানে ফিরে আসার আগ্রহ ছিল সবসময়ই।’

উল্লেখ্য, এর আগে প্রথম মেয়াদে ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সাকিব-তামিমদের দায়িত্বে ছিলেন হাথুরু। দ্বিতীয় দফায় নতুন দুই বছরের চুক্তি করেছেন তিনি। তিন ফরম্যাটেই পালন করবেন প্রধান কোচের দায়িত্ব।

Advertisement
মন্তব্য করতে ক্লিক রুন

মন্তব্য করতে লগিন করুন লগিন

রিপ্লাই দিন

ক্রিকেট

ম্যাচ নিষিদ্ধ ও জরিমানার কবলে পান্ট

Published

on

বড় জরিমানায় পড়তে হলো দিল্লি ক্যাপিটালস স্কোয়াডকে। গত ৭ মে আইপিএলের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচটি জিতেছিল দিল্লি। স্লো-ওভার রেটের এক ঘটনা ঘটে যায় মাঠে, ফলে সেখানে একবার মাশুল দেয় রিশাব পান্টের দল। তবে সীমাবদ্ধ থাকল না সেখানেই। বরং এক ম্যাচ নিষিদ্ধ হতে হলো দিল্লি অধিনায়ককে।

দিল্লির পরের ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। ম্যাচটির গুরুত্ব ছিল বেশ। তবে আইপিএল কোড অব কনডাক্ট ভঙ্গের দায় তো নিতে হবে। সেখানেই পান্টকে ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি ৩০ লাখ রুপি জরিমানা করেছে আইপিএল প্রশাসন।

রাজস্থানের বিপক্ষে সেদিনের ম্যাচে একাদশ-সহ যে ইম্প্যাক্ট খেলোয়াড়েরা ছিলেন, প্রত্যেককে পড়তে হয়েছে জরিমানার কবলে। তাঁদেরকে দিতে হবে ১২ লাখ রুপি, যা ম্যাচ ফি’র ৫০ শতাংশ।

নিয়ম অনুযায়ী ২০ ওভার শেষ করতে ৮৫ মিনিট বরাদ্দ দেওয়া হয়ে থাকে। অর্থাৎ একেকটি ওভারের জন্য ৪.২৫ মিনিট করে। তবে রাজস্থানের বিপক্ষে ম্যাচে ২০ ওভার শেষ করতে ১১৭.৮২ মিনিট সময় নেয় পান্টের দল। যা আইপিএলের কোড অব কনডাক্টের ব্যত্যয়।

প্লে-অফ অর্জনের জন্য দিল্লি এখন লড়াই করে যাচ্ছে। তবে সূচির প্রতিটি ম্যাচ জিততে হবে তাদের। পাশাপাশি অন্য দলগুলোর ফলাফলের উপরও তাকিয়ে থাকতে হবে। পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যায় -০.৩১৬ নেট রান রেট নিয়ে ১২ পয়েন্ট সহযোগে পঞ্চম স্থানে আছে দিল্লি।

Advertisement

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

আয়ারল্যান্ডের কাছে হার, বাবর দায় দিলেন বোলিং-ফিল্ডিংকে

Published

on

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এক জয় পেয়েছে আয়ারল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সফরকারী পাকিস্তানের বিপক্ষে এমন এক জয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত আইরিশ বাহিনী। অন্যদিকে পাকিস্তান দলের হারে অধিনায়ক বাবর আজম দায়ী করেছেন বোলিং ও ফিল্ডিংকে।

ডাবলিনে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ম্যাচটি জিতে নেয় আয়ারল্যান্ড। ওপেনার অ্যান্ড্রু বালবির্নির ৭৭ রানের ইনিংস দারুণ সাহায্য করেছে স্বাগতিকদের জয়ের ক্ষেত্রে।

ম্যাচ শেষে পুরষ্কার-বিতরণী অনুষ্ঠানে বাবর হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা প্রথম ৬ ওভারে ভালো শুরু করিনি। পিচে কিছুটা দু’রকম পেস ছিল, কিছু বাউন্স ছিল। আমরা সেখান থেকে ফিরে এসেছি এবং ১৮২ রান সংগ্রহ করি। কিন্তু আমার মনে হচ্ছিল ১৯০ স্কোর ঠিক ছিল।“

এরপর বাবর যোগ করেন, “আমার মনে হয় আমরা বোলিং ও ফিল্ডিংয়ের জন্য হেরেছি। আমরা আমাদের পরিকল্পনা মানতে পারিনি। ফিল্ডিংয়ে কিছু গাফিলতি হয়েছে, যার মূল্য দিতে হয়েছে।“

শুরুতে দুই উইকেট হারানোর পরও পাকিস্তান বেশ ভালো সংগ্রহ তোলে। তবে আইরিশ ব্যাটার বালবির্নি ও হ্যারি টেক্টরের জুটি আয়ারল্যান্ডের দিকে ম্যাচ ঘুরিয়ে দেয়। শাহীন আফ্রিদির কল্যাণে বালবির্নি ফিরলেও, আরেক ব্যাটার জর্জ ডকরেল নিশ্চিতভাবেই ম্যাচটি শেষ করেন।

Advertisement

সিরিজের দ্বিতীয় ম্যাচটি আগামী রবিবার অনুষ্ঠিত হবে।

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

ক্যারিয়ারে শেষের শুরুতে অ্যান্ডারসন

Published

on

বয়স হয়েছে জেমস অ্যান্ডারসনের। সময়টা যে শেষ হয়ে আসছে তা অনেকটা নিশ্চিত হওয়া গেল। জানা যায় চলতি গ্রীষ্মে ইংল্যান্ডের হয়ে ক্যারিয়ারের ইতি টানবেন এই পেসার। ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এ প্রকাশিত সংবাদ থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ইংল্যান্ড টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাককুলাম নিজে নিউজিল্যান্ড থেকে যুক্তরাজ্যে যান। এরপর অ্যান্ডারসনের সাথে দেখা করে, আলোচনার মাধ্যমে কিছু সিদ্ধান্তে আসেন। মূলত ইংল্যান্ড দল ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চায়। ফলে দল সাজানোর জন্য কাউকে কাউকে সরে যেতে হয়, সে নিয়তি মেনে নিতে হবে অ্যান্ডারসনকে।

অবশ্য মেনে নেওয়ার প্রসঙ্গও আসে না। অ্যান্ডারসন তো করেছেন অনেক। টেস্টে কিছুদিন আগেই সংগ্রহ করেছেন ৭০০ উইকেট। ইংল্যান্ডের ভারত সফরে ১১০ ওভার বল করেছেন। যদিও সফরটিতে বেশ সংগ্রাম করতে হয়েছে এই পেসারকে। খেলেছেন মোট ৪ ম্যাচ, যেখানে ৫ উইকেট সংগ্রহ করেছেন তিনি।

বয়সের পাতায় ৪২ এ পড়তে যাচ্ছেন অ্যান্ডারসন। চলতি গ্রীষ্মে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড। এমনই কোনো এক সিরিজে হয়তো নিজ ক্যারিয়ারের ইতি টানবেন এই অভিজ্ঞ ইংলিশ পেসার।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত