আর্কাইভ থেকে ক্রিকেট

নারী টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ‘হেক্সা’ জয়

নারী টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ‘হেক্সা’ জয়
আয়োজক দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা ঘরে তুললো অস্ট্রেলিয়া। এ আসরে চ্যাম্পিয়ন হবার মধ্য দিয়ে রেকর্ড ষষ্ঠ বার চ্যাম্পিয়ন হল অজিরা। রোববার (২৬ ফেব্রুয়ারি) কেপটাউনে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩ এর ফাইনালে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হ্যালি। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যাট চালিয়ে খেলতে থাকে অজিরা। দুই ওপেনার অ্যালিসা হ্যালি ও বেথ মোনি মিলে পাওয়ার প্লের ৬ ওভারে সংগ্রহ করেন ৩৬ রান। ব্যক্তিগত ১৮ রানে হ্যালি আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন মোনি। তাঁর ৫৩ বলে ৭৪ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানের মাথায় প্রথম উইকেট হারায় আফ্রিকা। ব্যক্তিগত ১০ রানে বিদায় নেন ওপেনার ব্রিটস। এরপর উলভার্ট আর কেপ মিলে কিছুটা এগিয়ে যাবার চেষ্টা করেন। দলীয় ৪৬ রানে আউট হন কেপ। মাত্র ৮ রানের ব্যবধানে তৃতীয় উইকেট হারায় প্রটিয়ারা। এরপর টাইরনকে নিয়ে বড় জুটি গড়ে তোলেন উলভার্ট। তবে ১০৯ রানে উলভার্টের বিদায়ে আফ্রিকার জয়ের আশা শেষ হয়ে যায়। ব্যক্তিগত ৬১ রানে তার বিদায়ে স্বপ্নভঙ্গ হয় আফ্রিকার সমর্থকদের। শেষ পর্যন্ত ১৩৭ রানে থেমে যায় তাদের ইনিংস।

এ সম্পর্কিত আরও পড়ুন নারী | টি২০ | বিশ্বকাপে | অস্ট্রেলিয়া | হেক্সা | জয়