আর্কাইভ থেকে এশিয়া

তাইওয়ানের আকাশসীমায় চীনের যুদ্ধবিমান

তাইওয়ানের আকাশসীমায় চীনের যুদ্ধবিমান
তাইওয়ানের আকাশে চীনের বিমানবাহিনীর ১৯টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ করেছে দেশটি। একইসঙ্গে দ্বীপটির চারপাশে মহড়া চালিয়েছে  ৩টি চীনা যুদ্ধজাহাজ। বৃহস্পতিবার (২ মার্চ) আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (০১ মার্চ) তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন অভিযোগ করেছে। মন্ত্রণালয়ের দাবি তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে হঠাৎ করেই ঢুকে পড়ে চীনের জে-টেন মডেলের অন্তত ১৯টি অত্যাধুনিক যুদ্ধবিমান। একইসঙ্গে তাইপের সমুদ্রসীমার কাছে ৩টি চীনা যুদ্ধ জাহাজের আনাগোনার তথ্য জানায় তাইওয়ানের প্রতিরক্ষা বিভাগ। এর কয়েক ঘণ্টা পর দফায় দফায় আরও বেশ কয়েকবার চীনা বিমান তাইওয়ানের আকাশসীমার কাছ দিয়ে উড়ে যায় বলেও দাবি করেছে তাইপে। এ ঘটনার পরপরই চীনা বিমান ও রণতরীগুলোকে বেশ কয়েকবার সতর্কবার্তা পাঠায় তাইওয়ানের নৌবাহিনী। একইসঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিমানবাহিনীকে যুদ্ধবিমান প্রস্তুত ও উপকূলীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার নির্দেশ দেয়া হয়। একপর্যায়ে চীনা বিমানবহরগুলো আকাশসীমা ত্যাগ করতে বাধ্য হয় বলে দাবি করে তাইপে। তবে বিষয়টিকে নিয়মিত টহলের অংশ হিসেবে দাবি করেছে চীন। অন্যদিকে বারবার নিজেদের আকাশসীমার কাছে যুদ্ধ বিমানের মহড়াকে উস্কানি হিসেবে আখ্যা দিয়েছে তাইওয়ান। এর আগে মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে গেলে এ সীমানা রেখাকেও অতিক্রম করে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে সামরিক মহড়া চালিয়েছে চীন। এর পাল্টা জবাবে দক্ষিণ চীন সাগরে নৌ মহড়া চালায় যুক্তরাষ্ট্র। এরপর থেকেই দিনদিন উত্তেজনা বাড়ছে অঞ্চলটিতে।

এ সম্পর্কিত আরও পড়ুন তাইওয়ানের | আকাশসীমায় | চীনের | যুদ্ধবিমান