আর্কাইভ থেকে ফুটবল

মেসির তুলনায় বরং রোনালদো বায়ার্নের সমস্যা: মুলার

মেসির তুলনায় বরং রোনালদো বায়ার্নের সমস্যা: মুলার
বায়ার্ন মিউনিখের সঙ্গে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেছে লিওনেল মেসির পিএসজি। জার্মান চ্যাম্পিয়নদের সঙ্গে খুব একটা সুবিধা করতে পারেনি সদ্য বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন। আর তাইতো বায়ার্ন তারকা টমাস মুলার ম্যাচ শেষে কিছুটা তাচ্ছিল্যের সঙ্গেই বললেন, ‘মেসির বিপক্ষে সবকিছুই আমাদের পক্ষে থাকে। এমনকি ম্যাচের ফলও।’ মেসিকে আরও এক জায়গায় খোঁচা দিয়েছেন এই জার্মান ফটবলার। তিনি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তুলনা টেনেছেন। বলেছেন বায়ার্ন মিউনিখের সঙ্গে সমস্যার কারণ ছিলেন রোনালদো। মুলার বলেছেন, ‘মেসির তুলনায় বরং রোনালদো আমাদের (বায়ার্নের) সমস্যা হয়ে দেখা দিয়েছিল। সে যখন রিয়াল মাদ্রিদে খেলত, তখন তাঁকে নিয়ে আমরা বেশি চিন্তিত থাকতাম।   মুলারের এমন মন্ত্যবের কারণ অবশ্য দুই তারকার বায়ার্নের বিপক্ষে রেকর্ড। জার্মান ক্লবটির সঙ্গে মেসির রেকর্ড যথেষ্টই নেতিবাচক। বায়ার্নের বিপক্ষে ৯ ম্যাচ খেলে মেসির দল জিতেছে মাত্র ২টিতে। হেরেছে ৬টিতে। ড্র হয়েছে একটি। ২০২০ সালে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্নের কাছে বার্সেলোনার সেই ৮ গোলের হারের দুঃসহ স্মৃতি তো মেসির কখনোই ভুলার কথা নয়।অপরদিকে পর্তুগিজ তারকার রেকর্ডও সম্পূর্ণ আলাদা। রোনালদো বায়ার্নের বিপক্ষে ৮ ম্যাচ খেলে জিতেছেন ৫টিতে। ড্র হয়েছে ১টি ম্যাচ। হেরেছেন দুটিতে। তবে বায়ার্নের বিপক্ষে যা–ই পারফরম্যান্স হোক, খেলোয়াড় মেসি, বিশ্বকাপজয়ী মেসির প্রতি অগাধ শ্রদ্ধা জার্মান তারকার, ‘বিশ্বকাপে মেসি যে খেলা খেলেছে, সেটির প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধাই আছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন মেসির | তুলনায় | বরং | রোনালদো | বায়ার্নের | সমস্যা | মুলার