আর্কাইভ থেকে আন্তর্জাতিক

কারখানায় গ্যাস লিক, মৃত্যু ৯

কারখানায় গ্যাস লিক, মৃত্যু ৯
ভারতের পাঞ্জাবের লুধিয়ানার গিয়াসপুরা এলাকায় একটি কারখানায় গ্যাস লিক করে ৯ জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরও ১১ জন মানুষ৷ সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে পৌঁছে গেছে উদ্ধারকারী দল৷ পাশাপাশি ডাক্তার ও অ্যাম্বুলেসও পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে৷ রোববার (৩০ এপ্রিল) গ্যাস লিক হওয়ার পরে পাঞ্জাবের লুধিয়ানার গিয়াসপুরা এলাকায় কারখানার ভিতরে অনেকে আটকে পড়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ইতিমধ্যেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ১১ জনকে৷ এই মুহূর্তে গোটা এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং উদ্ধার অভিযানও চলছে। লুধিয়ানা পশ্চিমের এসডিএম স্বাতি গ্যাস লিকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'অবশ্যই, এটি একটি গ্যাস লিকের ঘটনা। এনডিআরএফ দল লোকদের সরিয়ে নিতে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং উদ্ধার কাজ চলছে। এই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে এবং ১১ জন গুরুতর অসুস্থ'। সংবাদসংস্থা সূত্রে আরও জানা গিয়েছে,দুগ্ধজাত দ্রব্য উৎপাদনকারী কারখানা গোয়াল মিল্ক প্ল্যান্টের কুলিং সিস্টেমে গ্যাস লিক হয়েছে। ৩০০ মিটার ব্যাসার্ধের মধ্যে থাকা লোকেরা শ্বাস নিতে অসুবিধা অনুভব করেছেন বলে জানা গেছে। তবে গ্যাসের প্রকৃতি এবং উৎস এখনও পর্যন্ত জানা যায়নি, তবে পুরো বিষয়টি এনডিআরএফ দল তদন্ত করবে৷ সূত্র: আনন্দবাজার

এ সম্পর্কিত আরও পড়ুন কারখানায় | গ্যাস | লিক | মৃত্যু | ৯