আর্কাইভ থেকে লাইফস্টাইল

দুপুরের ভাত ঘুম ভাল না খারাপ...

দুপুরের ভাত ঘুম ভাল না খারাপ...
দুপুরের ভাত ঘুমটা বাঙালির বিশেষ পছন্দ। দুপুরের ঘুম নিয়ে নানা রকম মতামত আছে। ছুটির দিন, সামান্য অবসরে দুপুরের ভাত ঘুম বাঙালির নিত্য সঙ্গী ভাত ঘুম। কিন্তু আপনি জানেন কী, এ ভাত ঘুমের ফলে আপনার শরীরে কী প্রভাব পড়তে পারে? আর যদি দুপুরে ঘুমোতেই হয়, তা হলে ঠিক কতক্ষণ আপনার ঘুমানো উচিত৷ এই বিষয়েও একাধিক পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তারা বলছেন, দুপুরে ভারী খাবার পেটে পড়লে হয়ত ঘুম পায়, কিন্তু সেই ঘুম কখনই লাগাম ছাড়া হওয়া উচিত নয়।
ঘুম
ঘুম
বিশেষত, দুপুরের ঘুম শেষ করা উচিত ২.৩০-এর মধ্যে। কখনই বিকেল চারটে থেকে সাতটার মধ্যে ঘুমানো উচিত নয়, এতে রাতের নিশ্চিন্ত ঘুমে ব্যঘাত ঘটতে পারে। এ ছাড়া সেই ঘুমের পরে নানারকম প্রভাবও পড়তে পারে শরীরে। দুপুরে কখনই ৩০ মিনিটের বেশি ঘুমানো উচিত নয়। ১৫-৩০ মিনিট ঘুমই দুপুরের পক্ষে যথেষ্ট। তা আপনার শরীর ঠিক রাখতে সাহায্য করবে।

এ সম্পর্কিত আরও পড়ুন দুপুরের | ভাত | ঘুম | ভাল | খারাপ