আর্কাইভ থেকে জাতীয়

গাজীপুরের প্রথম নারী মেয়র জায়েদা খাতুন

গাজীপুরের প্রথম নারী মেয়র জায়েদা খাতুন
নৌকার প্রার্থী আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটে পরাজিত করে গাজীপুরের প্রথম নারী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছেন জায়েদা খাতুন। তিনি পেয়েছেন দুই লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের অ্যাডভোকেট আজমত উল্লা খান পেয়েছেন দুই লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। বৃহস্পতিবার (২৫ মে) দিবাগত রাত দেড়টায় রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলামে এ ফলাফল ঘোষণা করেন। গাজীপুর জেলা পরিষদের ভবনের বঙ্গতাজ মিলনায়তনে নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’ থেকে এ ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেবিলঘড়ি প্রতীকে জায়েদা খাতুন (সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা), জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে এম এম নিয়াজ উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. রাজু আহাম্মেদ, মাছ প্রতীকে গণফ্রন্টের প্রার্থী আতিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে ঘোড়া প্রতীকে মো. হারুন-অর-রশীদ ও হাতি প্রতীকে সরকার শাহনূর ইসলাম নির্বাচনে অংশ নিয়েছেন।  

এ সম্পর্কিত আরও পড়ুন গাজীপুরের | প্রথম | নারী | মেয়র | জায়েদা | খাতুন