আর্কাইভ থেকে ফুটবল

পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে মেসির পরে নাম লেখালেন ছেত্রী

পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে মেসির পরে নাম লেখালেন ছেত্রী
দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ জয় দিয়ে আসরের সূচনা করলো আয়োজক দেশ ভারত। র‍্যাংকিংয়ে যোজন যোজন পিছিয়ে থাকা পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়টা আপাতদৃষ্টিতে স্বাভাবিক মনে হলেও দল দুটির নাম যখন ভারত-পাকিস্তান, খেলা ছাপিয়ে রাজনৈতিক উত্তাপই বেশি থাকে। সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে সুনীল ছেত্রীর হ্যাটট্রিকে পাকিস্তানের বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে ভারত। বুধবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচের ১০ মিনিটের মাথায় ভারতকে লিড এনে দেন অধিনায়ক সুনীল ছেত্রী। তাঁর মিনিট ছয়েক পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এরপর দ্বিতীয়ার্ধের ৭২তম মিনিটে আরেকটি পেনাল্টি থেকে পূর্ণ করেন হ্যাটট্রিক। এই ম্যাচে হ্যাটট্রিক করার ছেত্রীর গোল সংখ্যা দাড়াল ৯০। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মালয়েশিয়ার মোক্তার দাহারিকে টপকে লিওনেল মেসির ১০৩ গোলের পরই জায়গা করে নিয়েছেন তিনি।  অন্তর্জাতিক ফুটবলে সব থেকে বেশি গোল ক্রিশিয়ানো রোনালদোর। পর্তুগিজ তারকার গোল সংখ্যা ১২৩ টি।    

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তানের | বিপক্ষে | হ্যাটট্রিক | করে | মেসির | নাম | লেখালেন | ছেত্রী