আর্কাইভ থেকে জাতীয়

চলতি মাসের তিন সপ্তাহেই ২৫ জনের মৃত্যু

চলতি মাসের তিন সপ্তাহেই ২৫ জনের মৃত্যু
সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে গেলো ২৪ ঘণ্টায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের তিন সপ্তাহে ২৫ জনের মৃত্যু হলো। মৃতদের বড় অংশই ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। এ ছাড়া বুধবার (২১ জুন) সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন ৩৬০ ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৮২ জন ঢাকার এবং ঢাকার বাইরের ৭৮। বৃহস্পতিবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে সারাদেশে ১ হাজার ৩০০ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। চলতি বছর ১ জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৫ হাজার ৯২৪ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এই সময়ে মৃত্যু হয়েছে মোট ৩৮ জনের। দেশের ইতিহাসে গেলো বছর সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে মারা যান। ওই বছর ৬২ হাজার ৩৮২ রোগীর মধ্যে ২৮১ জনের মৃত্যু হয়। এদিকে এত দিন ডেঙ্গুবাহী এডিস মশার প্রাদুর্ভাব ঢাকাকেন্দ্রিক হলেও গেলো কয়েক বছরে ঢাকার বাইরেও এটি ছড়িয়েছে। চট্টগ্রামে বিশেষ করে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবিরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে ঢাকা মহানগরে ৩০ এবং চট্টগ্রামে ৭ জন মারা গেছেন। এর বাইরে বরিশালে ১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালে ভর্তি রোগীর চেয়ে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কয়েক গুণ বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ঘনবসতিপূর্ণ এ আশ্রয় শিবিরগুলোতে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় জমে থাকছে। পাশাপাশি মশার লার্ভা ও উড়ন্ত মশা মারার উদ্যোগ কম। কীটনাশক দিয়ে এডিস মশা নিয়ন্ত্রণ করা কঠিন জানিয়ে কীটতত্ত্ববিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার বলেন, মশার লার্ভা নষ্ট করতে পারলেই ৮০ শতাংশ কাজ হয়ে যায়। মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন চলতি | মাসের | তিন | সপ্তাহেই | ২৫ | জনের | মৃত্যু