আর্কাইভ থেকে ক্রিকেট

ম্যাচ হেরে শান্ত বললেন উইকেট সহজ ছিল না

ম্যাচ হেরে শান্ত বললেন উইকেট সহজ ছিল না
এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে পরাজয় বরণ করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার পাল্লেকেলেতে টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান। উদ্দেশ্য ছিল স্কোর বোর্ডে ভালো রান তোলা। কিন্তু ২০০ রানের ঘরেও পৌঁছাতে পারেনি বাংলাদেশ। এদিন শুরুতে ব্যাট করতে নেমে ৪২.৪ ওভার খেলে মাত্র ১৬৪ রানে আউট হয়ে বাংলাদেশ। জবাবে ৩৯ ওভার খেলেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশের একের পর এক ব্যাটার ভরাডুবি খেলেও সর্বোচ্চ ৮৯ রান করেন নাজমুল হোসেন শান্ত। এই ব্যাটারের মতে, উইকেট সহজ ছিল না। এমনকি ২৫০ রান হওয়ার মতো উইকেট বলেও মন্তব্য করেছেন তিনি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘এখানে উইকেট আসলে ভালো হয়, এমন টুর্নামেন্টে স্পোর্টিং উইকেটই আমরা প্রত্যাশা করি। কিন্তু উইকেট তেমন ছিল না। আমরা অন্তত ২৫০ রান করার চেষ্টা নিয়ে খেলেছি। কিন্তু সেভাবে ব্যাট করতে পারিনি। উইকেটও সহজ ছিল না।’ শান্ত জানান, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দলীয়ভাবে নেওয়া হয়েছে। ফাইনাল কল অধিনায়ক ও কোচ নিয়েছেন এবং তাদের উইকেট দেখে শুরুতে ব্যাটিং করা উচিত মনে হয়েছে। এতে তেমন কোনো ভুল দেখেন না তিনি। তবে শান্ত জানিয়েছেন, তাদের আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল।    

এ সম্পর্কিত আরও পড়ুন ম্যাচ | হেরে | শান্ত | উইকেট | সহজ | ছিল