আর্কাইভ থেকে দেশজুড়ে

কোল্ড স্টোরে ৩০লাখ টাকা চুরি, গ্রেপ্তার ৫

কোল্ড স্টোরে ৩০লাখ টাকা চুরি, গ্রেপ্তার ৫
রাজশাহীর পবা উপজেলার রাজ কোল্ড স্টোরেজের সিন্ধুকের তালা ভেঙ্গে ৩০ লাখ ৬৭ হাজার টাকা চুরির চাঞ্চল্যকর রহস্য উদঘাটন হয়েছে। এ ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার করেছে পবা থানা পুলিশ। বাগেরহাট জেলার ফকিরহাট থানা এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় গ্রেপ্তার ৫ জন চোর এই চুরির ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলো, আ: জালাল শেখ (৫৯), কাদের শেখ (২৮), কামরুল ইসলাম (৪০), ইকতিয়ার বিশ্বাস(৪২), জাকির গাজী(৫৬)। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম জানান, গেলো ১২ আগস্ট বাগেরহাট জেলার ফকিরহাট থানা এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য অস্ত্রসহ ফকিরহাট থানা পুলিশ গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন জেলায় চুরি, ডাকাতিসহ রাজশাহীর পবা থানার রাজ কোল্ড স্টোরেজে ভোল্ট ভেঙ্গে টাকা চুরির কথাও স্বীকার করে। বিষয়টি ফকিরহাট থানা পুলিশ পবা থানা পুলিশকে অবহিত করে। এরই পরিপ্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাহাবুল ইসলাম ফকিরহাট থানায় উপস্থিত হয়ে গ্রেপ্তার হওয়া ৫ জনকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তারা কোল্ড স্টোরেজের চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আদালতের মাধ্যমে রিমান্ডের আবেদন করেন। আদালত আসামিদের পুনঃগ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা পবা থানার রাজ কোল্ড স্টোরেজে ভোল্ট ভেঙ্গে টাকা চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। শুক্রবার পবা থানা পুলিশ আসামিদের আদালতে প্রেরণ করলে আসামি জালাল শেখ নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। উল্লেখ্য, গেলো ২৫ জুন রাতে মাঝ বয়সী তিন ব্যক্তি কাপড় দিয়ে মুখ ঢেকে পবা থানার বড়গাছী গ্রামে রাজ কোল্ড ষ্টোরেজের ভিতরে প্রবেশ করে। এরপর তারা অফিসের গেটের তালা ও ক্যাশ রুমের তালা ভেঙ্গে অফিসে প্রবেশ করে ভোল্টের তালা ভেঙ্গে ৩০ লক্ষ্য ৬৭ হাজার টাকা চুরি করে। এ ঘটনায় রাজ কোল্ড স্টোরেজের মালিক মো: আহসান উদ্দিন সরকার চুরির মামলা দায়ের করেন।  

এ সম্পর্কিত আরও পড়ুন কোল্ড | স্টোরে | ৩০লাখ | টাকা | চুরি | গ্রেপ্তার | ৫