আর্কাইভ থেকে দেশজুড়ে

নৌকায় ভোট চাওয়া সেই ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির চিঠি

নৌকায় ভোট চাওয়া সেই ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির চিঠি
জামালপুরের মাদারগঞ্জ পৌর ভবনে গেলো মঙ্গলবার বক্তব্য দেন ডিসি ইমরান আহমেদ। দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাওয়া জামালপুরের জেলা প্রশাসক মো. ইমরান আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি আগামী নির্বাচনে তাকে জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেয়া ও সংসদ নির্বাচনে কোনরূপ নির্বাচনী দায়িত্ব প্রদান করা থেকে বিরত রাখারও অনুরোধ করা হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। ওই অনুষ্ঠানে জেলা প্রশাসক ইমরান আহমেদ বলেন, দেশের স্বাধীনতার সুফল যোগাযোগ ও উন্নয়ন। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। অনেক কষ্টে অর্জিত এই স্বাধীনতা। আওয়ামী লীগ সরকার এই উন্নয়ন করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সরকারকে আবার নির্বাচিত করে ক্ষমতায় বসাতে হবে। এটা প্রত্যেককে অঙ্গীকার করতে হবে। আপনারা এমন উন্নয়ন নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞ হবেন না। বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য মির্জা আজমের উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন জেলা প্রশাসক। ডিসি ইমরানের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। রাজনীতিবিদ থেকে শুরু করে অনেকেই এর সমালোচনা করেন। এবার এই ঘটনায় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে জামালপুরের জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ স্থানীয় সংসদ সদস্য মির্জা আজমের উপস্থিতিতে জনবহুল এক সভায় বক্তব্য দিয়েছেন। বক্তব্যে তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি স্থানীয় সংসদ সদস্য মির্জা আজমকে আগামী নির্বাচনের পর মন্ত্রী হিসাবে দেখার আশা প্রকাশ করেছেন। তার বক্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এএম/  

এ সম্পর্কিত আরও পড়ুন নৌকায় | ভোট | চাওয়া | ডিসির | বিরুদ্ধে | ব্যবস্থা | নিতে | ইসির | চিঠি