আর্কাইভ থেকে ফুটবল

মেসিকে সংবর্ধনা না দেওয়ার কারণ জানালেন খেলাইফি

মেসিকে সংবর্ধনা না দেওয়ার কারণ জানালেন খেলাইফি
গেল সপ্তাহে ইএসপিএনের সাংবাদিক মিগু গ্রানাদোসেকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে পিএসজি থেকে স্বীকৃতি না পাওয়া নিয়েও আক্ষেপের কথা বলেন লিওনেল মেসি। এবার আর্জেন্টাইন অধিনায়কের সেই অভিযোগের জবাব দিয়েছেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। তিনি বলেছেন, ফ্রান্সের খেলোয়াড় এবং সমর্থকদের সম্মান জানাতেই পিএসজির মাঠে মেসির বিশ্বকাপ সম্মান জানানো হয়নি। কিন্তু অনুশীলনে এবং ব্যক্তিগতভাবে মেসিকে ঠিকই সম্মান জানানো হয়েছে। মেসিকে দর্শকপূর্ণ স্টেডিয়ামে সংবর্ধনা না দেওয়ার ব্যাখ্যা করতে গিয়ে খেলাইফি বলেন, ‘সবাই দেখেছেন, আমরা (উদ্‌যাপনের) ভিডিও প্রকাশ করেছি। আমরা মেসির সঙ্গে অনুশীলনে উদ্‌যাপন করেছি এবং আমরা ব্যক্তিগতভাবেও করেছি। তবে সম্মানের সঙ্গে বলতে চাই, আমরা ফরাসি ক্লাব। যে কারণে স্টেডিয়ামে উদ্‌যাপন করাটা অবশ্যই স্পর্শকাতর ছিল। যে দলটিকে সে হারিয়েছে, সেটার প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধাবোধ থাকতে হবে। তাঁর সতীর্থরা ফ্রান্স দলে খেলে আর আমাদের দলের সমর্থকেরাও ফ্রান্সের সমর্থক।’’

এ সম্পর্কিত আরও পড়ুন মেসিকে | সংবর্ধনা | দেওয়ার | কারণ | জানালেন | খেলাইফি