আর্কাইভ থেকে স্বাস্থ্য

থামছেই না ডেঙ্গুর চোখ রাঙানি, মৃত্যুমিছিলে আরো ১৩

থামছেই না ডেঙ্গুর চোখ রাঙানি, মৃত্যুমিছিলে আরো ১৩
রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর ‍উপচেপড়া ভিড়। হাসপাতালগুলোর আসন খালি নেই। ফ্লোর ও করিডরেও ডেঙ্গু রোগীদের ভিড়। মঙ্গলবার গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ২ হাজার ৭৯৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে সারা দেশে এক হাজার ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেল। মঙ্গলবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, সোমবার (২ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার  (৩ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন করে ১৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৯৯  জন। প্রতিবেদনে আরও বলা হয়, মঙ্গলবার গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে দুই হাজার ১১৭ জনই ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। দেশের বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের উপচে রপড়া ভীড়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখ ১১ হাজার ৬৮৩ জন। বছরের একই সময়ে আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে দুই লাখ এক হাজার ৪৫৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৯ হাজার ১৯৮ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি দুই হাজার ৯৪০ জন। অন্যরা ঢাকার বাইরের বিভিন্ন জেলায় সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা যান ২৮১ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন থামছেই | ডেঙ্গুর | চোখ | রাঙানি | মৃত্যুমিছিলে | আরো | ১৩