আর্কাইভ থেকে বিনোদন

সমালোচনার ঝড়ে ‘মিস ইউনিভার্স পাকিস্তান’ এরিকা

সমালোচনার ঝড়ে ‘মিস ইউনিভার্স পাকিস্তান’ এরিকা
ওভার:যেকোনো দেশের ‘মিস ইউনিভার্স’ বা মিস ওয়ার্ল্ড মুকুট জেতা সম্মানের হলেও পাকিস্তানের জন্য এটা ভিন্ন। বিশ্বের অন্যান্য দেশে এই খেতাব জয়ী মডেলকে নিয়ে তুমুল আলোচনা হলেও ওই দেশটিতে হয় প্রচণ্ড সমালোচনা। এমন সমালোচনার ঝড়ে বেশ বিপাকে পড়েছেন  মিস ইউনিভার্স পাকিস্তান এরিকা রবিন। ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৭৩তম আসর বসার আগেই ২৪ বছর বয়সী এরিকাকে নিয়ে পুরো দেশে উঠেছে নিন্দার ঝড়। গ্যালো সেপ্টেম্বরে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো হয়ে গেলো মিস ইউনিভার্স পাকিস্তান প্রতিযোগিতা। মালদ্বীপে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় সেরা সুন্দরীর শিরোপা জিতে নেন এরিকা রবিন। আসছে নভেম্বরে এল সালভাদরে বসবে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা-মিস ইউনিভার্সের ৭৩তম আসর। ওই আসরে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন খ্রিষ্টধর্মাবলম্বী এই মিস ইউনিভার্স পাকিস্তান। তবে মিস ইউনিভার্সের ৭৩তম আসরে তার অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে সংশয়। পাকিস্তান সরকার তাকে অংশ নিতে দেবে কিনা সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ পাকিস্তানের রক্ষণশীল সমাজে ধর্মীয়ভিত্তিক ইস্যুতে বরাবরই সরব হয় দেশটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এই অবস্থায় পাকিস্তানের পক্ষে এরিকার সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়াকে কেন্দ্র করে তোলপাড় চলছে। মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭২ বছরের ইতিহাসে পাকিস্তান থেকে কেউ কখনো অংশ নেননি। পাকিস্তানে মিস ইউনিভার্স এর মতো সুন্দরী প্রতিযোগিতা আয়োজন বিরল। মিস ইউনিভার্স পাকিস্তানের জন্য সরকার অনুমতি দেয়নি। দেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার বিষয়টি পররাষ্ট্র দপ্তরকে দেখার জন্য বলেছেন। শুধু তাই নয়,পাকিস্তানের নাম ব্যবহার করে কারা এই প্রতিযোগিতার আয়োজন করেছিল তা তদন্ত করার জন্য সরকার গোয়েন্দা ব্যুরোকে (আইবি) নির্দেশ দিয়েছে। জানা গেছে,মিস ইউনিভার্স পাকিস্তান প্রতিযোগিতার আয়োজন করেছিল দুবাইভিত্তিক ইউজেন গ্রুপ। এই গ্রুপটি  মিস ইউনিভার্স বাহরাইন ও মিস ইউনিভার্স মিসরের ফ্র্যাঞ্চাইজিরও মালিক। এদিকে, মিস ইউনিভার্স প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে যাওয়া নিয়ে ক্ষেপেছেন একশ্রেণির মানুষ। দেশের ঐতিহ্য নষ্ট হয়েছে বলে ফুঁসে উঠেছেন রাজনীতিবিদসহ অনেকেই। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তান জামায়াতে ইসলামীর নেতা মুশতাক আহমেদ ‘ছি ছি’ করে বলেছেন ‘এ তো লজ্জাজনক! পাকিস্তানি পুরুষরা অনলাইনে এরিকা রবিনকে নিয়ে সমালোচনার ঝড় বইয়ে দিয়েছেন। দেশটির রক্ষণশীলদের একটি বড় অংশ চান না,তাদের দেশের কেউ এমন প্রতিযোগিতায় অংশ নিক।তবে নিজের অবস্থান নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন পাকিস্তানের এই পেশাদার মডেল। অবিচল সাহসী এরিকা রবিন আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে পারব ভেবে আমার দারুণ লাগছে। কিন্তু এত সমালোচনা কেন হচ্ছে, সেটা বুঝে উঠতে পারছি না। আমার ধারণা, আমি ঘরভর্তি পুরুষের সামনে সাঁতারের পোশাক পরে হেঁটে যাব, সেটা ভেবেই এক কথা হচ্ছে। গভর্নমেন্ট কলেজ অব কমার্স অ্যান্ড ইকোনমিকসের স্নাতক এরিকা আরো বলেন, পাকিস্তান একটি পিছিয়ে পড়া দেশ-এমন মানসিকতার পরিবর্তন করতে চান তিনি। এরিকার দাবি, তিনি কোনো ভুল করেননি। একটি বৈশ্বিক প্ল্যাটফর্মে পাকিস্তানের প্রতিনিধিত্ব করে কোনো আইন ভঙ্গ করছেন না। এ ধরনের গৎবাঁধা ধারণাগুলো ভাঙতে তার দিক থেকে তিনি লড়াই করে চলেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন সমালোচনার | ঝড়ে | মিস | ইউনিভার্স | পাকিস্তান | এরিকা