আর্কাইভ থেকে আন্তর্জাতিক

ধর্মঘটে স্তব্ধ শহর, পায়ে হেঁটে মণ্ডপে গেলেন বর

ধর্মঘটে স্তব্ধ শহর, পায়ে হেঁটে মণ্ডপে গেলেন বর
সব ধরনের গাড়ি চলাচল বন্ধ। চলছে ধর্মঘট। একটাও গাড়ি না পেয়ে ২৮ কিলোমিটার পথ পায়ে হেঁটে বিয়ে করতে গেলেন বর। ঘটনাটি ঘটেছে ওড়িশার রায়গড় জেলায়। বরযাত্রীসহ নতুন বরের পায়ে হেঁটে বিয়ে করতে যাওয়ার সেই ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। পাত্রের বাড়ি রায়গড় জেলার সুনাখান্ডি পঞ্চায়েত এলাকায়। পাত্রীর বাড়ি সেখান থেকে ২৮ কিলোমিটার দূরে কল্যাণসিংহপুর ব্লকের দিবালপাডু গ্রামে। বিয়ের তারিখ যখন ঠিক করা হয়েছিল, তখন ধর্মঘট হওয়ার কথা ছিল না। বিয়ের এক দিন আগেই তারা গাড়ি ধর্মঘটের কথা জানতে পারেন। কীভাবে পাত্রীর বাড়ি পৌঁছবেন তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন বর-সহ সকলে। তখন বর নিজেই সমাধান বের করেন, গাড়ি না পেলে পায়ে হেঁটেই বিয়ে করতে যাবেন। যেমন কথা তেমন কাজ। বিয়ের একদিন আগে কয়েকজন সদস্যকে নিয়ে হবু শ্বশুরবাড়ির উদ্দেশে বেরিয়ে পড়েন পাত্র। সারা রাত হাঁটলেন। বিয়ের দিন নির্ধারিত সময়ে পাত্রীর বাড়ি পৌঁছন তারা। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিয়েতে বসেন বর। তার পর সুষ্ঠু ভাবেই সম্পন্ন হয় বিয়ে। কিন্তু বিয়ের পর নতুন বউকে নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফেরার ঝুঁকি নেননি বর। কয়েকজন আত্মীয়কে নিয়ে আপাতত শ্বশুরবাড়িতেই রয়েছেন। ধর্মঘট শেষ হলে নববধূকে নিয়ে গাড়ি করে বাড়ি ফিরবেন বলে জানিয়েছেন তিনি। চলতি সপ্তাহের মাঝবরাবর গোটা ওড়িশা জুড়ে গাড়ি চালকরা ধর্মঘট ডেকেছেন। জীবনবিমা, পেনশনসহ একাধিক দাবি নিয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন। জানা গেছে, ওড়িশা সরকার চালকদের দাবিপূরণ করা হবে বলে আশ্বস্ত করেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ধর্মঘটে | স্তব্ধ | শহর | পায়ে | হেঁটে | মণ্ডপে | গেলেন | বর