Connect with us

বলিউড

অভিষেককে ছাড়াই সবখানে ঐশ্বরিয়া, মুখ ফিরিয়েছে শ্বশুরবাড়িও!

Avatar of author

Published

on

খুব বেশি দিন হয়নি! গেলো অক্টোবর মাসেই শ্বশুর অমিতাভ বচ্চনকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ছবি থেকে শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা নন্দা বচ্চনের দুই ছেলেমেয়েকে ছেঁটে বাদ দিয়েছিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন। বচ্চন পরিবারে অশান্তির জল্পনার সূত্রপাত তখন থেকেই। সম্প্রতি ঐশ্বরিয়ার জন্মদিনে বচ্চন পরিবারের অনুপস্থিতি সেই জল্পনার যজ্ঞে আরও ঘি ঢালে! এবার মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টি যেন আরও উসকে দিল সেই জল্পনাকেই।

সম্প্রতি মেয়ে আরাধ্য এবং মাকে নিয়ে একাই নিজের জন্মদিন পালন করেন ঐশ্বরিয়া। সঙ্গে দেখা যায়নি স্বামী অভিষেক বচ্চনকে। তাছাড়া বলিপাড়ার হাইপ্রোফাইল পার্টিগুলোতেও তারকাদম্পতিকে একসঙ্গে দেখা যাচ্ছে না দীর্ঘদিন ধরে। শোনা যায়, অক্টোবর মাসে প্যারিসের জনপ্রিয় ফ্যাশন শোয়ে হেঁটেছিলেন ঐশ্বরিয়া। সেই একই শোয়ে মার্জার সরণিতে ডেবিউ করেন শ্বেতার মেয়ে নব্যা নবেলি। তবে নব্যার শোয়ে জয়া বচ্চন ও শ্বেতা থাকলেও ঐশ্বরিয়ার শোয়ের সময় নাকি বচ্চন পরিবারের কেউই উপস্থিত ছিলেন না।

প্যারিসে একসঙ্গে জয়া, শ্বেতা ও নব্যার সময় কাটানোর ছবিও ভাইরাল হয় নেটপাড়ায়। তবে ঐশ্বরিয়া সেসময়ে সেখানে উপস্থিত থাকলেও তাকে কোনও ছবিতেই দেখা যায়নি। উপরন্তু রোববার মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতেও নাকি নব্যা এড়িয়ে যান ‘মামি’ ঐশ্বরিয়াকে। আর সেসব ঘটনায় দুয়ে দুয়ে চার করেই একাংশের দাবি, বউমার থেকে হয়তো মুখ ফিরিয়েছে বচ্চন পরিবার! কারও বা আবার দাবি, বচ্চন পরিবারের অন্দরে সম্ভবত অশান্তি তুঙ্গে! যদিও সবটাই জল্পনা।

উল্লেখ্য, ‘ঢায় আকসর প্রেম কি’ সিনেমা থেকেই অভিষেক-ঐশ্বরিয়ার প্রেমকাহিনির শুরু। দীর্ঘ সাত বছরের সম্পর্ক ২০০৭ সালে ছাদনাতলা অবধি গড়ায়। বচ্চন পরিবারের বউমা বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ করেছেন। তবে বিয়ের পর থেকে পর্দায় তার উপস্থিতি অনেকটাই কম। এর নেপথ্যে গেলো এক দশকে বচ্চন পরিবার নিয়ে বহু গুঞ্জন শোনা গিয়েছে। এবারও বিনোদুনিয়ার হাওয়ায় বচ্চন পরিবারের অশান্তির গুঞ্জন।

Advertisement
Advertisement

বলিউড

‘সিচুয়েশনশিপ’ নিয়ে বিস্ফোরক মন্তব্য জাহ্নবীর

Published

on

প্রয়াত ভারতীয় অভিনেত্রী শ্রীদেবীর তনয়া জাহ্নবী কাপুরের সম্পর্ক নিয়ে বহু দিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে শিখর পাহাড়িয়ার সঙ্গে অভিনেত্রীর সম্পর্কে সিলমোহর পড়েছে। বিয়ের আসরে একসঙ্গে প্রবেশ করতে দেখা গিয়েছে তাঁদের। অন্দরমহলে হাতে হাত রেখে ঘুরে বেড়াতেও দেখা গেছে। এবার সম্পর্ক নিয়ে জোরালো মত প্রকাশ করলেন শ্রীদেবীর তনয়া। নতুন প্রজন্মের সম্পর্ক-সমীকরণ নিয়ে মুখ খুললেন জাহ্নবী।

সম্পর্কের ক্ষেত্রে নতুন প্রজন্ম বা ‘জেন জি’ ‘সিচুয়েশনশিপ’ নামে এক ধরনের সমীকরণে বিশ্বাস করেন বলে শোনা যায়। এর অর্থ পরস্পর সম্পর্কে থাকলেও তার মধ্যে কোনও প্রতিশ্রুতি নেই। সে সম্পর্ক কতদিন টিকবে তার কোনও নিশ্চয়তা নেই। এক পক্ষ হয়তো মন দিয়ে বসেছেন। ভবিষ্যতের স্বপ্নও দেখে ফেলেছেন। কিন্তু উল্টো দিকের মানুষটি শুধুই মুহূর্তের সুখ উপভোগ করতে চান। ভবিষ্যতের প্রতিশ্রুতি নিয়ে তিনি ভাবিত নন। এই বিষয়টিতে একেবারেই বিশ্বাসী নন জাহ্নবী। তার মতে, প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্ক থাকবে, অথবা থাকবে না। এর বাইরে কিছু চলতে পারে না।

জাহ্নবী বলেন, ‘কাউকে পছন্দ হলে, ভালোবাসলে তার সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিন। তার প্রতি বিশ্বস্ত থাকুন। না হলে বলে দিন, এই সম্পর্কে আপনার আগ্রহ নেই।’ ভালোবাসা থাকলেও সম্পর্কে প্রতিশ্রুতি নেই, এমন ধারণা একেবারে পছন্দ নয় অভিনেত্রীর। তার কথায়, ‘সম্পর্কের মাঝামাঝি থাকার এই বিষয়টা আমি বুঝতে পারি না। যেসব ছেলেরা সম্পর্ক নিয়ে ভাবিত নয়। প্রেমিকাকে দোলাচলে রাখতে ভালবাসে, তাদের জীবন থেকে লাথি মেরে বের করুন।’

জাহ্নবী বর্তমানে তার পরবর্তী ছবি ‘উলঝ’ নিয়ে ব্যস্ত। এই ছবিতে তার সঙ্গে দেখা যাবে আদিল হুসেন ও গুলশন দেবাইয়াকে। এর আগে অভিনেত্রীকে শেষ দেখা গেছে রাজকুমার রাওয়ের বিপরীতে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিতে।

এসআই/

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

বলিউড

প্রেমিককে নিয়ে যা বললেন ক্যান্সার আক্রান্ত হিনা খান

Published

on

তৃতীয় পর্যায়ের স্তন ক্যান্সারে ভুগছেন ভারতীয় অভিনেত্রী ও মডেল হিনা খান। নিজের এই কঠিন যাত্রার প্রতি মুহূর্তের ছবিই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন অভিনেত্রী। এবার তিনি প্রেমিক রকি জয়সওয়ালের সাথে ছবি শেয়ার করেছেন। রকিকে তিনি ধন্যবাদও দিয়েছেন।

ঐ ছবিতে কালো টিশার্টে দেখা যাচ্ছে হিনাকে। এসময় রকির পরনেও ছিল কালো পোশাক। হিনা রকিকে উল্লেখ করেছেন নিজের শক্তি হিসেবে। তিনি লিখেছেন, ‌‘তুমিই সেরা। আল্লাহ সবসময় তোমাকে সুখে রাখুক। তুমি আমার শক্তি।’

এক সপ্তাহ আগে রকিও হিনার সাথে আদুরে ছবি শেয়ার করেন। যেখানে তিনি লেখেন, ‘যখন সে হাসে, তখন আলোও আরো আলোকিত হয়। যখন সে খুশি থাকে, তখন জীবন কথা বলে। যখন সে আমার সাথে থাকে, আমি আরও ভালোবাসতে শিখি। যখন আমি তার সাথে থাকি, কোনো কিছুই পরোয়া করি না।’

এসআই/

পুরো পরতিবেদনটি পড়ুন

বলিউড

‘কিক ২’-এ নতুন রূপে ফিরছেন সালমান খান

Published

on

সালমান খানের সুপারহিট সিনেমা ‘কিক’ মুক্তি পেয়েছিল ২০১৪ সালে। এরপর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, এটির সিক্যুয়েল আনবেন নির্মাতা সাজিদ নাদিয়াদওয়ালা। যার ঘোষণাও দিয়েছিলেন নির্মাতা। এবার শোনা যাচ্ছে, সিক্যুয়েলটির শ্যুটিং শুরু হতে চলেছে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে।

ভারতীয় গণমাধ্যম সূত্র অনুসারে, ‘কিক ২’-এ নির্মাতারা ডেভিল অর্থাৎ দেবী লাল সিংয়ের গল্প শেনাতে চায় যে চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। সাজিদ ইতিমধ্যেই জানিয়েছেন যে সিনেমাটি কাগজে-কলমে রয়েছে এবং এর কাজও চলছে।

এর আগে ‘কিক ২’ সম্পর্কে সাজিদ জানিয়েছিলেন, ‘আমি কিক-এর মাধ্যমে একজন পরিচালক হিসেবে নিজেকে তুলে ধরেছি এবং এটাই আমার প্রিয় জায়গা। যে মুহূর্তে আমি কিক সম্পর্কে কথা বলি, আমি ইন্ডাস্ট্রি থেকে খবর পাই যে ডিজিটাল দুনিয়ায় নানা প্রশ্ন ঘুরছে।

কখন ‘কিক ২’ মুক্তি পাবে সেটাই দেখার অপেক্ষায় সবাই। এবার আমি সকলকে প্রতিশ্রুতি দিচ্ছি যে কিকের আরও একটি এক্সটেনশন আসবে। এটা সম্পূর্ণ লিখিত। কিন্তু, সময়ের প্রয়োজন।মুক্তির জন্য আমাদের একটি বড় স্কেল এবং আরও ভালো সময় প্রয়োজন।’

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কিক’-এ সালমান খানের সঙ্গে আরো অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, জ্যাকলিন ফার্নান্দেজ, নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং রণদীপ হুদা।

Advertisement

বর্তমানে সালমান খান রাশমিকা মান্দানার সঙ্গে ‘সিকান্দার’-এর শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন। যা আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে। এটিও একটি অ্যাকশন থ্রিলার সিনেমা হবে। যেখানে সালমানকে একটি শক্তিশালী ভূমিকায় দেখা যাবে।

এসআই/

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত