আর্কাইভ থেকে ক্রিকেট

তোয়ালে দিয়ে বল ধরায় রান জরিমানা

তোয়ালে দিয়ে বল ধরায় রান জরিমানা
মেয়েদের বিগ ব্যাশ লিগের ম্যাচে সিডনি সিক্সার্স ও ব্রিসবেন হিটের ম্যাচে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। ইনিংসের দশম ওভার।লং অনে খেলে রানের জন্য দৌড়াচ্ছিলেন সিডনির ক্রিকেটার গার্ডনার। সেখান থেকে থেকে ব্রিসবেনের ফিল্ডার বল থ্রো করেন ননস্ট্রাইকার প্রান্তে। সেখানে অ্যামেলিয়া তোয়ালে প্যাঁচানো অবস্থায় বল ধরে ফেলেন। অনফিল্ড আম্পায়ার সঙ্গে সঙ্গে এর জন্য ৫ রান জরিমানা করার সংকেত দেন। মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) প্রণীত নিয়ম অনুযায়ী, ‘উইকেটকিপার ছাড়া আর কোনো ফিল্ডারের গ্লাভস বা বাড়তি কিছু পরার অনুমতি নেই। কারও হাতে বা আঙুলের নিরাপত্তার কারণে বাড়তি কোনো কিছু পরতে হলে আম্পায়ারের অনুমতি নিতে হবে। ‘কোনো ফিল্ডার যদি (বল ধরার জন্য) তাঁর হাতে কোনো কাপড় ব্যবহার করেন এবং সেটার সাহায্যে ফিল্ডিং করেন, আম্পায়াররা ব্যাটিং করতে থাকা দলকে বাড়তি ৫ রান দিতে পারবেন।’ খেলায় টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৬ রান তুলেছিল ব্রিসবেন। এই রান তাড়া করে সিডনি জিতেছে ১ বল বাকি থাকতেই। তবে এই পাঁচ রানের জরিমানা না হলে ফলাফল অন্যরকম হতে পারতো।

এ সম্পর্কিত আরও পড়ুন তোয়ালে | দিয়ে | বল | ধরায় | রান | জরিমানা