আর্কাইভ থেকে জাতীয়

নির্বাচনে ৩০টি দল, মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৪৭১ প্রার্থী

নির্বাচনে ৩০টি দল, মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৪৭১ প্রার্থী
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ টি সংসদীয় আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন ২ হাজার ৭৪১ জন। যেখানে মোট ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত। ভোটের ৫২ দিন আগে গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন নির্বাচনে | ৩০টি | দল | মনোনয়নপত্র | জমা | দিয়েছেন | ২৪৭১ | প্রার্থী