আর্কাইভ থেকে দেশজুড়ে

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভারতীয় সীমান্তে গরু পারাপার করার সময় বিএসএফের গুলিতে দুই যুবক গুলিবিদ্ধ হয়। গ্রামবাসীরা ওই দুই যুবকের পড়ে থাকা মরদেহ উদ্ধার করে। সোমবার (৪ ডিসেম্বর) ভোরে উপজেলার গেদুড়া ইউনিয়নের কাঠালডাঙ্গী সীমান্তে ৩৭০/৩ মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে। গেদুড়া ইউপি চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম মুঠোফোনে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন। নিহতরা হলেন—উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের নজরুল ইসলাম ছেলে মোখলেছুর রহমান (২৮) ও একই এলাকার আবদুল বাসেদের ছেলে জহুরুল ইসলাম (২৭)। গেদুড়া ইউপি চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম বলেন, ভোররাতে কাঠালডাঙ্গী সীমান্তের ৩৭০/৩ এস, ভারত নারগাও ক্যাম্প পিলার-৭২ সীমানার এলাকায় বাংলাদেশি কয়েকজন গরু পারাপার করতে গেলে তাদের লক্ষ্য করে বিএসএফ ৭ থেকে ৮ রাউন্ড গুলি চালায়। এ সময় বিএসএফের গুলিতে দুই যুবক গুলিবিদ্ধ হয়। আজ সকালে গ্রামবাসীরা ওই দুই যুবকের পড়ে থাকা মরদেহ উদ্ধার করে। ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘জহুরুলের মরদেহ ফেরত দিতে বিজিবি পতাকা বৈঠক করেছে। আগামীকাল বিএসএফ মরদেহ ফেরত দেয়ার কথা রয়েছে।’ হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবি এম ফিরোজ ওয়াহিদ গণমাধ্যমে বলেন, ‘গুলিবিদ্ধ একজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ এ বিষয়ে জানতে ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক তানজীর আহমদের সরকারি নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি তা রিসিভ করেননি। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন বিএসএফের | গুলিতে | ২ | বাংলাদেশি | নিহত